আগস্ট ২৮, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
মূল সমস্যার সমাধান করতে হবে : ঢাকা, ২৭ আগস্ট (বাসস)। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আমাদের মূল সমস্যাবলী সমাধানের জন্য সর্বশক্তি নিয়ােগের প্রয়ােজনীয়তার প্রতি আজ জোর দিয়েছেন। আজ অপরাহ্নে স্থানীয় কারিগরি মিলনায়তনে বুলবুল ললিতকলা একাডেমীর উদ্যোগে শ্যামা নৃত্যনাট্য মঞ্চায়ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তৃতা করছিলেন। তিনি বলেন যে, আমরা একটি রক্তক্ষয়ী যুদ্ধ অতিক্রম করেছি, তাই আমাদের এই নতুন দেশের সামনে অনেক সমস্যা। অর্থমন্ত্রী আরাে বলেন যে, পরিস্থিতি যাই হােক মূল সমস্যাগুলাের সমাধান আমাদের করতেই হবে। বিশেষভাবে যে কোন মূল্যেই হােক খাদ্য সমস্যার সমাধান করতে হবেই। তিনি বলেন যে, সাধারণ মানুষের জন্য যদি আমরা খাদ্যের সংস্থান না করতে পারি তাহলে আমাদের কষ্টার্জিত এই স্বাধীনতা বিফল হয়ে যাবে। আমাদের শিল্পীদের মান সম্পর্কে মন্ত্রী বলেন যে, শিল্পীরা আমাদের স্বাধীনতা সংগ্রামে উল্লেখযােগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি