You dont have javascript enabled! Please enable it! 1971.10.28 | জাতিসংঘের সাধারন পরিষদে পাক ভারত প্রতিনিধির বক্তব্য - সংগ্রামের নোটবুক

২৮ অক্টোবর ১৯৭১ঃ জাতিসংঘের সাধারন পরিষদে পাক ভারত প্রতিনিধির বক্তব্য

জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী দুত আগাশাহী সাধারন পরিষদের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপকমিটির কাছে অভিযোগ করে বলেন পাকিস্তান ভারতের বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য জাতিসংঘ ও পাকিস্তানের প্রস্তাব ভারত কোনটাই গ্রহন করেনি। তার দেশের এবং জাতিসংঘের ৬ দফা প্রস্তাব ভারত অগ্রাহ্য করেছে। জাতিসংঘের সাধারন পরিষদের অধিবেশনে পাকিস্তান প্রতিনিধি আগা শাহীর বক্তব্য এর জবাবে ভারতীয় প্রতিনিধি সমর সেন বলেন পাকিস্তান সীমান্তে ব্যাপক সৈন্য সমাবেশ করায় বাধ্য হয়ে ভারত আত্মরক্ষার জন্য সীমান্তে সৈন্য সমাবেশ করেছে।