২৮ অক্টোবর ১৯৭১ঃ ভিয়েনায় ইন্দিরা গান্ধী
ভিয়েনায় এক সভায় ভাষণ দিতে গিয়ে ইন্দিরা গান্ধী বলেন সোভিয়েত ভারত মৈত্রী চুক্তি জোটনিরপেক্ষ নীতির প্রতিবন্ধক নয়। ভারত আগেও জোটনিরপেক্ষ নীতির অনুসারী ছিল এখনো আছে ভবিষ্যতেও এ নীতি বহাল থাকবে। এ চুক্তির ফলে ভারতের স্বাধীন চিন্তা বা স্বাধীন পদক্ষেপ নেয়ার যে প্রতিবন্ধক নয় তা তিনি জোর দিয়ে প্রকাশ করেছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানের সমস্যার রাজনৈতিক সমাধান প্রয়োজন আর এজন্য পাকিস্তান সরকারের উচিত তাদের নির্বাচিত প্রতিনিধির সাথে আলাপ করা। ইন্দিরা গান্ধী আজ ব্রিটেনের উদ্দেশে ভিয়েনা ত্যাগ করেন।