You dont have javascript enabled! Please enable it! 1972.08.26 | দৈনিক ইত্তেফাক-মানসিক পরিবর্তন অপরিহার্য - সংগ্রামের নোটবুক

আগস্ট ২৬, ১৯৭২ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

মানসিক পরিবর্তন অপরিহার্য ঃ (ইত্তেফাক রিপাের্ট)। আঙ্গিক পরিবর্তনের সাথে সাথে মানসিক পরিবর্তন সমাজতান্ত্রিক অর্থনীতি প্রবর্তনের অপরিহার্য শর্ত। গতকাল (শুক্রবার) অগ্রণী ব্যাংক সেন্টাল ল কলেজ শাখার উদ্বোধনী অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ উপরােক্ত মন্তব্য করেন। তিনি বলেন যে, দেশের এক শ্রেণীর কালােবাজারি, মুনাফাখখার ব্যবসায়ী দেশে খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করিয়া রাজনৈতিক বিদ্বেষ ও বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করিতেছে। তিনি তাহাদের প্রতি সতর্কবাণী উচ্চারণ করেন।

জনাব তাজউদ্দিন বলেন যে, সরকার গণতন্ত্রে বিশ্বাসী, তাই সকলেরই সমালােচনার অধিকার দিয়েছেন। কিন্তু সেই সমালােচনা যদি দেশে অরাজকতা আর বিশৃংখলা ডাকিয়া আনে তবে উহা সহ্য করা হইবে না। জনাব তাজউদ্দিন বলেন যে, গণমুখী ব্যাংক ব্যবস্থা কায়েম করার কোন সার্থকতা নাই, যে পর্যন্ত না তাহা গণ-কল্যাণে ব্যবহৃত হয়। তিনি বলেন যে, সমাজতন্ত্র প্রতিষ্ঠার প্রথম ধাপ হিসাবে সরকার ব্যাংক, বীমা, পাট ব্যবসাকে জাতীয়করণ করিয়াছেন। কিন্তু কিছু কিছু কল-কারখানার প্রাক্তন মালিক বর্তমানে উহার সমালােচনায় মুখর হইয়া উঠিয়াছে এবং তাহাদের কেহ কেহ চাপা বিপ্লবের বুলি আওড়াইতেছেন। তিনি তাহাদেরকে সতর্ক করিয়া দেন। সর্বশেষে মন্ত্রী বলেন যে, মুক্তিযােদ্ধাদের দান অনস্বীকার্য; কিন্তু মুক্তিযােদ্ধা নামধারী এক শ্রেণীর দুষ্কৃতিকারী দেশে অরাজকতা, লুটপাটে লিপ্ত রহিয়াছে, মন্ত্রী তাহাদের তীব্র সমালােচনা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি