আগস্ট ১১, ১৯৭২ শুক্রবার ও দৈনিক ইত্তেফাক
অবাঞ্ছিত প্রভাবমুক্ত জাতীয় সংস্কৃতি গড়িয়া তুলুনঃ অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ দেশের যুব সম্প্রদায়কে বিদেশের অবাঞ্ছিত প্রভাবমুক্ত সুস্থ জাতীয় সংস্কৃতি গড়িয়া তােলার আহ্বান জানাইয়াছেন। তিনি গতকাল বৃহস্পতিবার কারিগরি মিলনায়তনে রায়পুরা শিল্পীগােষ্ঠী আয়ােজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষণ দিতেছিলেন। জনাব তাজউদ্দিন বলেন, দেশের সংস্কৃতি আজ ঔপনিবেশিক দাসত্বের বন্ধন মুক্ত। আমাদের ভাষা ও সংস্কৃতির ওপর পূর্বের বিধি-নিষেধও নাই। তিনি বলেন যে, দেশমুক্ত হওয়ার পর সৃষ্ট অনুকূল পরিবেশে আমাদের ইচ্ছা ও প্রয়ােজন অনুযায়ী নিজস্ব সংস্কৃতির উন্নয়ন করিতে হইবে। যুব সম্প্রদায়ের চরিত্র গঠনের ওপর জোর দিয়া তিনি তাহাদিগকে দেশ পুনর্গঠনে আত্ম-নিয়ােগ করার আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি