আগস্ট ৮, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক পূর্বদেশ
ঘেরাও করলে কোন কল্যাণ হবে না : স্টাফ রিপাের্টার। সীমিত সরকারী সহযােগিতা থাকা সত্ত্বেও গ্রামের গরীব কৃষকরা উৎপাদন বৃদ্ধির জন্য আপ্রাণ পরিশ্রম করে যাচ্ছেন, অথচ তুলনামূলকভাবে অধিকতর সুযােগ-সুবিধা পেয়েও শহরবাসীরা নানা ধরনের সমস্যার সৃষ্টি করছেন বলে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন অভিমত প্রকাশ করেন। গত শনিবার ঢাকা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয়ের ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভাষণ দানকালে অর্থমন্ত্রী দুঃখ প্রকাশ করে আরাে বলেন যে, একশ্রেণীর শ্রমিক ‘ঘেরাও’, অভিযান অব্যাহত রেখেছেন। মন্ত্রী বলেন, অথচ শ্রমিকরা জানে না যে, ঘেরাও করলে তাদের কোন কল্যাণ হবে না, বরং অধিক উৎপাদনের মাধ্যমে তাদের কল্যাণ হতে পারে। মন্ত্রী বলেন, সত্যিকার অর্থে সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করতে হলে অভিজ্ঞ জনশক্তির প্রয়ােজন। তিনি বলেন, দেশের বৃহত্তম জনসংখ্যা যাদের মাটির সাথে সম্পর্ক রয়েছে তাদের জীবনকে অবশ্যই অর্থপূর্ণ করে তুলতে হবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশের বর্তমান বহুমুখী সমস্যার মােকাবিলা করতে হলে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ একটি মানুষ হিসাবে কাজ করতে হবে এবং দেশের সীমিত সম্পদকে দেশের বৃহত্তর জনগণের কাজে লাগাতে হবে। তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে অনৈক্য সমাজতন্ত্রের লক্ষ্যকে রহিত করবে। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, গণতান্ত্রিক অবস্থায় মত প্রকাশের স্বাধীনতাকে অস্বীকার করা যায় না। তিনি বলেন, মত প্রকাশের স্বাধীনতা নাগরিকদের মৌলিক অধিকার। তিনি বলেন, কিন্তু মত প্রকাশের স্বাধীনতা মানে স্বেচ্ছাচার নয়।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি