আগস্ট ৭, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
কৃষি বিশ্ববিদ্যালয় আয়ােজিত সেমিনার উপলক্ষে বাণী ঃ আসছে ৫ আগস্ট থেকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে কৃষি নীতি ও কৃষি শিক্ষার উপর একটি সেমিনারের আয়ােজন করা হয়েছে শুনে আমি আনন্দিত হয়েছি। দেশের বর্তমান পরিস্থিতিতে এ ধরনের আলােচনা সভা অত্যন্ত সময়ােপযােগী ও গুরুত্বপূর্ণ। কৃষি বিপ্লবের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে সমাজতান্ত্রিক অর্থনীতির প্রচলন ও গণ-প্রজাতান্ত্রিক বাংলাদেশকে সুখী ও সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তােলার মহান দায়িত্ব আজ আমাদের কাঁধে। দেশের তরুণ সমাজকে তাই সবচেয়ে বেশি দায়িত্বশীল হতে হবে। কৃষিনীতি ও কৃষিশিক্ষার উপর বহুমুখী আলােচনার সারবস্তু আহরণ করে এ দেশের শতকরা ৮০ ভাগ মানুষ তথা কৃষককুলকে জাগ্রত করার মহান ব্রত পালনে আপনারা আত্ম-নিয়ােগ করবেন বলে আমার বিশ্বাস। সেমিনারে আলােচনার উপাত্ত জনগণের কাছে প্রতিফলিত হােক। আমি আপনাদের আয়ােজিত অনুষ্ঠানের সাফল্য কামনা করছি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, তাজউদ্দিন আহমদ।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি