You dont have javascript enabled! Please enable it! 1972.07.23 | দৈনিক ইত্তেফাক-তাজউদ্দিন আহমদ ও অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী - সংগ্রামের নোটবুক

জুলাই ২৩, ১৯৭২ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

বাণী; তাজউদ্দিন আহমদ ও অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমি শুনে আনন্দিত হচ্ছি যে, মেসার্স ইন্টারস্প্যান এডভারটাইজিং লিমিটেড তাদের ৪র্থ প্রতিষ্ঠা বাষিকী উদযাপন করতে যাচ্ছে। আধুনিককালে বাণিজ্য ও শিল্প বিপ্লবের ক্ষেত্রে বিজ্ঞাপন এক অপরিহার্য অঙ্গ। আমাদের বাণিজ্য ও শিল্পকে উন্নত দেশের সমপর্যায়ে আনতে গেলে আমাদের দেশের বিজ্ঞাপন শিল্পের উন্নয়নের আবশ্যকতা অপরিহার্য। আমাদের বিজ্ঞাপন শিল্পকে বিশেষভাবে দেশীয় দ্রব্যের ব্যাপারে বিপুল চাহিদার উন্মেষ ঘটানাের জন্য আত্মনিয়ােগ করা উচিত, যার ফলে শেষপর্যায়ে রফতানি বাণিজ্য বৃদ্ধির জন্য বিদেশী ক্রেতাদের দৃষ্টি আকর্ষণ সম্ভব হয়। আমি আশা করি নবীন বিজ্ঞাপন প্রতিষ্ঠান ইন্টারস্প্যান এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি