জুলাই ১৩, ১৯৭২ বৃহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ
পাটের চাহিদা কমেনি, উৎপাদন আরাে বাড়াতে হবে ঃ নারায়ণগঞ্জ, ১২ জুলাই। (এনা)। কৃত্রিম বিকল্পের মুখে বিশ্বের বাজারে পাটের গুরুত্ব হ্রাস পেয়েছে বলে পাকিস্তানী আমলে যে প্রচারণা চালানাে হত অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তাকে প্রতারণা ও দুরভিসন্ধিমূলক বলে আখ্যায়িত করেছেন। আজ সকালে এখানে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথি হিসাবে ভাষণ দানকালে মন্ত্রী বলেন যে, সমস্ত চ্যালেঞ্জ ও হুমকির মুখেও পাটের প্রয়ােজনীয়তা স্থায়ী হতে বাধ্য এবং ক্রমেই নতুন নতুন কাজে পাটের ব্যবহার চলবে। জনাব তাজউদ্দিন আহমদ জানান যে, চলতি বছরে দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানাের পর বাংলাদেশের হাতে ৩০ থেকে ৩৫ লাখ বেল রফতানিযােগ্য পাট থাকবে। এর মধ্যে ভারত একাই তার চাহিদা পূরণের জন্য ২০ লাখ বেল পাট নেবে। তিনি বলেন, বাকি পাট বিশ্বের অন্যান্য দেশের চাহিদা মেটানাের জন্য যথেষ্ট। বাংলাদেশের উচ্চমানের পাটের চাহিদা আন্তর্জাতিক বাজারে খুবই বেশি। তিনি ঘােষণা করেন, কৃষকরা যাতে পাটের ন্যায্য মূল্য পান এবং পাট শ্রমিকরা যাতে লাভ করেন, সুবিচার পান, সে জন্যে বঙ্গবন্ধুর সরকার দৃঢ় সংকল্পবদ্ধ। তিনি বলেন, পাকিস্তানী আমলে পাট উৎপাদনকারী ও পাট শ্রমিকরা শােষিত হতেন এবং পাটের গুরুত্বকে খাটো করে দেখা হত। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ স্বাধীন হবার পর পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে।
এখন দেশে যে সরকার ক্ষমতায় রয়েছেন তারা দেশের সম্পদ দিয়ে দেশের কল্যাণ সাধন এবং জনগণের জীবনে সুখ ও সমৃদ্ধি আনতে প্রতিশ্রুতিবদ্ধ। জনাব তাজউদ্দিন আহমদ বলেন, পাটই বাংলাদেশের অর্থনীতির প্রাণ এবং উৎপাদন বৃদ্ধি না পেলে দেশবাসীর ভাগ্যোন্নয়নের কোন আশা নেই। তাই তিনি সকলের কাছে উৎপাদন বৃদ্ধির আহ্বান জানান। দেশের আইন শৃংখলা পরিস্থিতি প্রসঙ্গে বলতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, অতি অল্পসংখ্যক যুবক সমাজ বিরােধী কাজে লিপ্ত হয়ে সমগ্র ছাত্রসমাজ ও মুক্তি সংগ্রামীদের মুখে কলঙ্ক লেপন করেছে। এতদপ্রসঙ্গে তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ সরকার সমাজ দেহ থেকে এই সব দুষ্টক্ষত সম্পূর্ণ নির্মূল করতে যথেষ্ট ক্ষমতা রাখে। সভা শেষে অর্থমন্ত্রী শুভ পাট ক্রয়ের সূচনা করেন। তিনি প্রতি মণ কাঁচা পাটের। মূল্য বাবৎ ৫২ টাকা ২৫ পয়সা প্রদান করেন। এরপর তিনি জুট বেলিং ও প্রসেসিংয়ের বিভিন্ন শাখা ঘুরে দেখেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি