You dont have javascript enabled! Please enable it! 1972.05.27 | দৈনিক ইত্তেফাক-বিপ্লবমুখর দিনেও সরকার কবির কথা বিস্মৃত হন নাই - সংগ্রামের নোটবুক

মে ২৭, ১৯৭২ শনিবার, দৈনিক ইত্তেফাক

বিপ্লবমুখর দিনেও সরকার কবির কথা বিস্মৃত হন নাই : অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (শুক্রবার) বলিয়াছেন যে, বিদ্রোহী কবির ৭৩তম জন্মবার্ষিকীতে বঙ্গবন্ধুর ঘােষণা অনুযায়ী সরকার কবিকে শুধুমাত্র মাসিক ভাতা প্রদানই অব্যাহত রাখিবেন না, বরং কবি তার জীবদ্দশায় যাহাতে কোনরকম আর্থিক চাপের সম্মুখীন না হন, সরকার তাহারও নিশ্চয়তা বিধান করিবেন। জনাব তাজউদ্দিন আহমদ গতরাত্রে কারিগরি মিলনায়তনে নজরুল একাডেমী আয়ােজিত কবির জন্মজয়ন্তী উৎসবে ভাষণ দান করিতেছিলেন। জনাব তাজউদ্দিন বলেন যে, মুক্তি আন্দোলনের সময় ইয়াহিয়া খানের সরকার যখন কবির ভাতা বন্ধ করিয়া দিয়াছিল, তখন মুজিব নগরে বাংলাদেশের বিপ্লবী সরকার কবির জন্য ভাতা অব্যাহত রাখার সিদ্ধান্ত নিয়াছিল। অবশ্য তখন সেই ভাতার পরিমাণ ছিল সামান্য। তিনি কবির ৭৩তম জন্মবার্ষিকীতে কবির ভাতা এই মাস হইতে এক হাজার টাকায় উন্নীত করার সরকারী সিদ্ধান্ত ঘােষণা করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি