You dont have javascript enabled! Please enable it! 1972.05.15 | দৈনিক ইত্তেফাক-জাতি গঠনের মূলে প্রাথমিক শিক্ষকের দান অনস্বীকার্য - সংগ্রামের নোটবুক

মে ১৫, ১৯৭২ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

জাতি গঠনের মূলে প্রাথমিক শিক্ষকের দান অনস্বীকার্য ঃ (ইত্তেফাক রিপাের্ট)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (রবিবার) ঢাকায় বলেন, জাতির ভবিষ্যৎ নাগরিকদের প্রাথমিক শিক্ষার দায়িত্ব প্রাথমিক শিক্ষকদের। প্রাথমিক শিক্ষকগণ জাতির মেরুদন্ড হইয়া অনেক দুঃখ-দারিদ্রের ভিতর দিয়া তাহাদের কাজ চালাইয়া আসিতেছেন। আসলে প্রাথমিক শিক্ষকগণ অভাব-অভিযােগের দাবি জানাতে গিয়া পদে পদে বঞ্চিত হইয়াছেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশে ১ লক্ষ ১৭ হাজার প্রাথমিক শিক্ষকদের অধিকার কেহ আর খর্ব করিতে পারিবে না। গতকাল (রবিবার) সােহরাওয়ার্দী উদ্যানে আয়ােজিত দুই দিনব্যাপী প্রাথমিক শিক্ষকদের জাতীয় সম্মেলনের সমাপ্তি দিবসের অধিবেশনে প্রধান অতিথির ভাষণ দিতে গিয়া অর্থমন্ত্রী আরাে বলেন, নতুন রাষ্ট্রের জাতি গঠনে প্রাথমিক শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতে হইবে। সন্তানের পিতাই কেবল একক পিতৃত্বের দাবিদার হতে পারেন না। একটি শিশুকে যিনি প্রাথমিক জ্ঞান, শিক্ষা দিয়া মানুষ করিয়া তােলেন, তাহার দান কোন অংশেই কম নয়।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি