মে ৭, ১৯৭২ রবিবার ও দৈনিক পূর্বদেশ
ছাত্র সমাজই সকল আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঃ ঢাকা, ৫ মে (বাসস)। অর্থ ও পরিকল্পনা দফতরের মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ ছাত্র সমাজকে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গ্রহণের জন্য নিজেদের গড়ে তােলার আহ্বান জানিয়েছেন। আজ ঢাকা থেকে ২০ মাইল দূরে মুগদাপাড়া সােনারগাঁও কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এক বিরাট জনসভায় তিনি ভাষণ দিচ্ছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, আমাদের ছাত্র সমাজ দেশের সমস্ত সংকটকালে যে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করছে তার ঐতিহ্য দিক রয়েছে। ছাত্র সমাজ সমস্ত প্রগতিশীল আন্দোলনেই নেতৃত্ব দান করে জনগণের সম্মান অর্জন করেছে বলে তিনি উল্লেখ করেন। ছাত্র সমাজের একটি অংশের অসাধু কার্যকলাপে দুঃখ প্রকাশ করে অর্থমন্ত্রী বলেন যে, এদের জন্য দেশের উন্নতি বাধাগ্রস্থ হচ্ছে। তিনি আরও বলেন, এই শ্রেণীর ছাত্রসমাজ হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত রয়েছে। তার ফলে জনসাধারণ কেবল অপমানিত হচ্ছে না, শিক্ষকরাও হচ্ছেন।
তাদের জন্য সমস্ত ছাত্রসমাজের দুর্নাম হচ্ছে বলে মন্ত্রী উল্লেখ করেন। তিনি তাদের প্রতি অনুরােধ জানিয়ে বলেন, তারা যেন নিজেদের সংশােধন করে বাংলাদেশের সঠিক নাগরিক হিসাবে গড়ে তােলেন অর্থমন্ত্রী বলেন যে, যতক্ষণ পর্যন্ত সাধারণ মানুষকে শিক্ষার সুযােগ না দেয়া হবে ততক্ষণ পর্যন্ত সুবিধাভােগী শ্রেণী এই সুযােগ গ্রহণ করতেই থাকবে। বর্তমান সরকারের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, বর্তমান সরকারের উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের যাতে উন্নতি হয় তার জন্য শিক্ষা ব্যবস্থা চালু করা। মন্ত্রী মহােদয় স্থানীয় জনগণকে তাদের এলাকায় কলেজ স্থাপন করে তাদের উদ্দেশ্য সফল করে তােলার জন্য অভিনন্দন জ্ঞাপন করেন। পরে জনাব তাজউদ্দিন আহমদ ঐতিহাসিক সােনারগাঁও পরিদর্শন করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি