হরফ বিতর্ক
সৈনিক
১৬ই এপ্রিল ১৯৫০- ৬
গত সপ্তাহে আমরা হরফ বিতর্ক সম্বন্ধে দুটো পত্র ছেপেছি এবারে আর একটি ছাপানাে হলাে। বিশয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ-লিপি সমস্যার সঙ্গে পূর্ববঙ্গের মুসলমানদের তামুদুনিক ভাগ্য অবিচ্ছেদ্যভাবে জড়িত। এদিকে চিন্তাশীল পাঠকদের দৃশ্যটি আকর্ষণ করা যাচ্ছে।
জনাব সম্পাদক সাহেব—
মৌলভী মােহাম্মদ ওয়াজেদ আলী সাহেব একজন প্রবীণ সাহিত্যিক। তাঁর বহু লেখা-পড়ার সুযােগ হয়েছে। সম্প্রতি সৈনিকে প্রকাশিত তাঁর এক খানা দীর্ঘ পত্র পড়বার সুযােগ লাভ করেছি। তাঁর এই দীর্ঘ পত্রের সারমর্ম এই যে তিনি বাংলা ভাষাকে আরবী বর্ণ দ্বারা লেখারই পক্ষপাতী। কিন্তু তিনি কোনাে গ্রহণযােগ্য যুক্তি দেখাতে পেরেছেন বলে মনে করিনি। তার যুক্তির মধ্যে বাংলা ভাষার সংযুক্ত বর্ণ ও বাংলা বর্ণ লেখার অসুবিধার কথাই মাত্র উল্লেখ করেছেন। কিন্তু বাংলা ভাষা আরবী বর্ণমালা দ্বারা লিখলে আমাদের কি অসুবিধা হয়, তা ওয়াজেদ আলী সাহেবের মতাে প্রবীণ সাহিত্যিকের দৃষ্টি এড়িয়ে যাওয়াতে আমরা আশ্চর্যান্বিত হচ্ছি। তিনি বাংলা ভাষার যে সংযুক্ত অক্ষরের কথা উল্লেখ করেছেন তা যে আধুনিক যুগে অগ্রগতির পথরােধ করে তা আমরা অস্বীকার করতে পারিনে। কিন্তু আমরা অপ্রয়ােজনীয় বর্ণ বা সংযুক্ত বর্ণ বাদ দিয়ে এই অসুবিধার হাতে হতে রক্ষা পেতে পারিনে।
সূত্র: ভাষা আন্দোলনের ইতিহাস ও দলিল – সাহিদা বেগম