২৭ অক্টোবর ১৯৭১ঃ যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে পূর্ব পাকিস্তান নিয়ে টিটোর সাংবাদিক সাক্ষাৎকার
যুক্তরাষ্ট্র সফরে যুগোস্লাভ প্রেসিডেন্ট টিটো কানাডার গেন্দারে একরাতের জন্য এখানে এসে পৌঁছেছেন। পরে তিনি এনসিবিএস টেলিভিশনের সাথে এক সাক্ষাৎকারে বলেছেন পূর্ব পাকিস্তানের সমস্যা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়। তিনি বলেন তিনি ধারনা করেন ভারত ও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ এড়ানো সম্ভব। গতমাসে তিনি ইরানে এ বিষয়ে ইরানের শাহ এর সাথে আলাপ করেছিলেন। এর আগে তিনি বিমানে আরোহণের আগে সিবিএস সাংবাদিক এর সাথে সাক্ষাৎকারে বলেন পূর্ব পাকিস্তানে সামরিক আগ্রাসন থেকেই শরণার্থী সমস্যার সৃষ্টি। তাকে পাক ভারত সমস্যাও বলা যায়না বা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যাও বলা যায়না। তিনি বলেন ৭০ এর নির্বাচনে আওয়ামী লীগের জয়লাভ থেকেই এ পরিস্থিতির সৃষ্টি। যুগোস্লভিয়ান বার্তা সংস্থা তাঞ্জুগ এ সাক্ষাৎকারের তথ্য প্রকাশ করেছে। তিনি বলেন বিশ্ব এর এক নম্বর সমস্যা হচ্ছে এটি। পূর্ব পাকিস্তান সমস্যা নিয়ে তিনি দূতিয়ালি করছন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন না। সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি কুয়ানের ৫ দিনের যুগোস্লভিয়া সফরে যৌথ ইস্তেহারে দুই দেশ পূর্ব পাকিস্তানের বিষয়ে অভিন্ন মত প্রকাশ করেছে।