মে ১, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
সমাজতান্ত্রিক বিপ্লবে সর্বাত্মক সাহায্য করুন ঃ স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ জাতি হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক বিশ্বে তুলে ধরার জন্য দেশের যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন যে, জাতীয়তা ছাড়া আন্তর্জাতিকতা হতে পারে না। গতকাল রবিবার সকালে কারিগরি মিলনায়তনে বিশ্ব বাঙ্গালি যুব সংস্থা নামে একটি জাতীয়তাবাদী যুব সংস্থার উদ্বোধনকালে তিনি এই আহ্বান জানান। তিনি বিশ্ব যুব সংস্থাকে সমস্ত রাজনীতির উর্ধ্বে রাখার জন্য অনুরােধ করেন। জনাব তাজউদ্দিন আহমদ বঙ্গবন্ধুর নেতৃত্বে শােষণমুক্ত সমাজ কায়েমের জন্য দেশে যে সমাজতান্ত্রিক বিপ্লব শুরু হয়েছে তাতে সর্বাত্মক সহযােগিতা করার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। এ সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালােচনা করে তিনি বলেন যে, ভিয়েতনাম এবার স্বাধীন হবেই। এখনও আমেরিকানদের সরে পড়ার সময় আছে’। জনাব তাজউদ্দিন আন্তর্জাতিক রেডক্রসের ভূমিকার কঠোর সমালােচনা করেন এবং বলেন যে, সকল দালালদের সরকার নিরাপদ রেখেছেন, অথচ এই রেডক্রস তাদের অবস্থান সম্পর্কে উদ্বেগ প্রকাশ করছে। তিনি বলেন, যখন পাকিস্তানী সৈন্য বাহিনী বাঙ্গালিদের কুকুরের মত হত্যা করেছিল, মাবােনদের উপর নির্যাতন চালিয়েছিল তখন পাকিস্তান আন্তর্জাতিক রেডক্রসকে বাংলাদেশে আসতে নিষেধ করায় তারা বাংলাদেশের দোরগােড়া থেকে কোন কথা বলেই চলে গিয়েছিল।
অথচ যে পক্ষই হােক না কেন যুদ্ধে আহতদেরও সেবা। করার আদর্শ তাদের রয়েছে। তিনি বলেন, পাকিস্তানে চার লাখ নিরাপরাধ বাঙ্গালিদের উপর চরম নির্যাতন চালান হচ্ছে। অথচ আন্তর্জাতিক রেডক্রসের কোন পাত্তা পাওয়া যাচ্ছে না। তিনি জাতিসংঘের সমালােচনা করে বলেন যে, স্বাধীনতা যুদ্ধের সময় জাতিসংঘের নামে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করার জন্য একদল মার্কিন যােগাযােগ বিশেষজ্ঞ পাঠানাে হয়েছিল। তিনি বলেন, আমরা আন্তর্জাতিকতায় বিশ্বাস করি। তবে জাতিসংঘকে জনকল্যাণমুখী হতে হবে। এবার তাকে বাংলাদেশের টাকাকেও সমীহ করতে হবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি