You dont have javascript enabled! Please enable it! 1972.04.04 | দৈনিক বাংলা-রােভার স্কাউট সমাবেশে তাজউদ্দিন ; আটক বাঙ্গালিদের যুদ্ধবন্দির পর্যায়ে ফেলা যায় না - সংগ্রামের নোটবুক

এপ্রিল ৪, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা

রােভার স্কাউট সমাবেশে তাজউদ্দিন ; আটক বাঙ্গালিদের যুদ্ধবন্দির পর্যায়ে ফেলা যায় না : স্টাফ রিপাের্টার। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বলেছেন, পাকিস্তানে আটক বাঙ্গালিদের কোন অবস্থাতেই যুদ্ধবন্দিদের সমপর্যায়ে ফেলা যাবে না। তিনি গতকাল সােমবার বাংলাদেশ রােভার্স স্কাউট সমিতির সম্মেলনে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। জগন্নাথ কলেজ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়। জনাব তাজউদ্দিন বলেন, আটক বাঙ্গালিরা জীবনের তাগিদেই পাকিস্তানে বসবাস করছিলেন। যারা বাংলাদেশে আমাদের নিশ্চিহ্ন করতে চেয়েছিল তাদের সাথে বাঙ্গালিদের এক পর্যায়ে ফেলা চলবে না। তিনি বলেন, যদি পাকিস্তান সরকার এখনাে জুলুম চালিয়ে যায় তবে অবশিষ্ট অংশও ধ্বংস হয়ে যাবে। তবে পাকিস্তান ধ্বংস হােক তা আমরা চাই না। পাকিস্তানের দরিদ্র জনসাধারণ সুখে শান্তিতে থাকুক। কিন্তু বাঙ্গালিদের ফিরিয়ে দিতে হবে। জনাব তাজউদ্দিন ক্ষোভের সঙ্গে প্রশ্ন করেন, জাতিসংঘ কার জন্যে।

তিনি বিগত নির্যাতন চলাকালে জাতিসংঘের অমানবিক ভূমিকার নিন্দা করে বলেন, পাকিস্তান থেকে আটক বাঙ্গালিদের আনার ব্যাপারে ইউএনওকে উদ্যোগ নিতে হবে। জগন্নাথ কলেজের প্রাক্তন ছাত্র ও রােভার জনাব তাজউদ্দিন আহমদ আরাে বলেন, ধীরে সুস্থে আর এগুবার সময় নেই। বিপ্লবের মাধ্যমে এগুতে হবে। তিনি বলেন, আর কালক্ষেপণ না করে আমাদের মানসিক পরিবর্তন অপরিহার্য। জনাব তাজউদ্দিন আরাে বলেন, আমাদের যুবকদের বিভিন্ন ক্ষেত্রে মননশীলতা গড়ে তুলতে হবে। সংবেদনশীল মানসিকতা বিকাশের জন্য যে কয়টি পন্থা আছে। স্কাউটিং তার অন্যতম বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, স্কাউটদের গণমুখী, জাতীয়তামুখী করে তুলতে হবে। অর্থমন্ত্রী রােভার স্কাউটদের স্বাবলম্বিতার জন্য ধন্যবাদ জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি