You dont have javascript enabled! Please enable it! 1972.03.31 | দৈনিক বাংলা-শিশুদের প্রতিভা বিকাশের সুযােগ দিতে হবে - সংগ্রামের নোটবুক

মার্চ ৩১, ১৯৭২ শুক্রবার ও দৈনিক বাংলা

শিশুদের প্রতিভা বিকাশের সুযােগ দিতে হবে ঃ স্টাফ রিপাের্টার। “স্বাধীন দেশের মানুষের মতই এদেশের শিশুরাও চিন্তার স্বাধীনতা পাবে। আমাদের বড়দেরকেই শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের অনুকূল পরিবেশ সৃষ্টি করতে হবে।” বলেছেন অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় কচিকাঁচার মেলা আয়ােজিত শিশু চিত্রকলার উদ্বোধন করে জনাব তাজউদ্দিন আরাে বলেন, দখলদার বাহিনীর অশুভ দিনগুলিতে এদেশের মানুষ যে ভয়াবহ অবস্থার মাঝে দিন কাটিয়েছে, বাংলাদেশের শিশুদের মনেও তা গভীর দাগ কেটেছে। তুলির স্পর্শে তারই প্রকাশ ঘটেছে স্বতঃস্ফূতভাবে। এর মাধ্যমে তারা সত্যকেই তুলে ধরেছে রং তুলির ভাষায়। দুঃখ প্রকাশ করে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, অতীতের সংকটকালে আমাদের বড়দের অনেকেই সত্যকে প্রকাশ করতে কুষ্ঠিত ছিলেন। বরং তাদের কার্যকলাপ আমাদেরকে বিভ্রান্ত করেছে বার বার। কামনা করছি ভবিষ্যতে এর যেন পুনরাবৃত্তি না হয়। কেবল ছােটরাই যে বড়দের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে তা নয়, ছােটদের কাছ থেকেও বড়দের অনেক কিছু শিক্ষণীয় আছে। মন্ত্রী বলেন, সাম্রাজ্যবাদী বৃটিশ আমল থেকেই বাংলাদেশের মানুষ নিষ্পেষিত । তথাকথিত স্বাধীনতার পর পাকিস্তান আমলে তারা হয়েছিল ঔপনিবেশবাদী শােষণে নির্যাতিত। মুক্তি আন্দোলনে সাম্রাজ্যবাদী গােষ্ঠী আমাদের বিরােধিতা করেছে। আমরা সে কথা কোনদিনই ভুলব না । সাম্রাজ্যবাদী চক্র যাতে আমাদের স্বাধীনতাকে বিপন্ন করে না তুলতে পারে, সে জন্য প্রতিটি মুহূর্ত সজাগ ও হুশিয়ার থাকতে হবে। মন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ কৃতি শিশু শিল্পীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি