You dont have javascript enabled! Please enable it! 1972.03.24 | দৈনিক পূর্বদেশ-শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল তার জীবনের লক্ষ্য - সংগ্রামের নোটবুক

মার্চ ২৪, ১৯৭২ শুক্রবার ও দৈনিক পূর্বদেশ

শোষণহীন সমাজ প্রতিষ্ঠাই ছিল তার জীবনের লক্ষ্য ও ঢাকা নগর আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি মরহুম আলহাজ্ব হাফেজ মােহাম্মদ মুসার প্রথম মৃত্যুবার্ষিকী। গত বুধবার উদযাপন করা হয়েছে। আলােচনা সভায় প্রধান অতিথির ভাষণ দানকালে অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন। আহমদ মরহুম হাফেজ মুসার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে বলেন যে, সগ্রামী মুসা সাহেব স্বাধীনতা দেখে যেতে না পারলেও স্বাধীনতার ডাক শুনে গিয়েছিলেন। দেশের দুঃখী মানুষের সুখী-শােষণহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠাই তার আদর্শ ছিল। তিনি দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আলােচনা করে দলমত নির্বিশেষে সকলকে বিধ্বস্ত বাংলাদেশকে সােনার বাংলায় রূপান্তরিত করার সংগ্রামে অবতীর্ণ হবার আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ দুবৃত্তদের অরাজকতা সৃষ্টির প্রচেষ্টা, লুটতরাজ, রাহাজানি প্রভৃতি সমাজ বিরােধী তৎপরতায় দুঃখ প্রকাশ করে এ সব দুবৃত্তদের জনগণের শত্রু বলে আখ্যায়িত করেন। অনেক ক্ষেত্রে এসব দুবৃত্তরা মুজিব বাহিনী, মুক্তিবাহিনীর নাম ভাঙ্গিয়ে তাদের প্রতি কলঙ্ক লেপন করছে বলে তিনি উল্লেখ করেন। তিনি দলমত নির্বিশেষে সকলকে এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বলেন যে, সত্য সমালােচনা করবেন। আমরা গঠনমূলক সমালােচনা চাই, কিন্তু এমন কিছু লিখবেন না যাতে শত্রু সুযােগ নিতে পারে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি