You dont have javascript enabled! Please enable it! 1972.03.07 | দৈনিক পূর্বদেশ-অর্থনৈতিক সাহায্যের আশ্বাস - সংগ্রামের নোটবুক

মার্চ ৭, ১৯৭২ মঙ্গলবার : দৈনিক পূর্বদেশ

অর্থনৈতিক সাহায্যের আশ্বাস ঃ ঢাকা ৬ মার্চ (বাসস)। বাংলাদেশ সফররত জাতিসংঘের বিশেষ অর্থনৈতিক চাহিদা-নিরূপণ মিশনের নেত্রী মিসেস এরনার শিলার আজ অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিনকে আশ্বাস দিয়ে বলেন যে, নতুন রাষ্ট্র বাংলাদেশের জন্য জাতিসংঘ থেকে সক্রিয় সাহায্য সংগ্রহের উদ্দেশ্য তার মিশন যথাসাধ্য চেষ্টা করবে। মিসেস এরনার তার মিশনের সদস্যদের সাথে নিয়ে আজ সকালে অর্থমন্ত্রীর সাথে দেখা করেন। তিনি বলেন, তারা নতুন রাষ্ট্র গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশকে উন্নতি ও সমৃদ্ধির পথে অগ্রসর হতে দেখে আনন্দ বােধ করেছেন। জনাব তাজউদ্দিন আহমদ এই মিশনের সাথে তার এক ঘন্টাব্যাপী আলােচনাকালে বাংলাদেশ যে সব সমস্যার সম্মুখীন হয়েছে তা নিয়ে আলােচনা করেন। তিনি ত্রিশ লাখ লােকের সাহায্য ও পুনর্বাসন, যানবাহন ও যাতায়াত ব্যবস্থার পুনপ্রতিষ্ঠা এবং দেশের যুদ্ধবিধ্বস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রয়ােজনীয়তার উপর বিশেষ গুরুত্ব আরােপ করেন। খাদ্য পরিস্থিতির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন যে, এ বছর বাংলাদেশের ত্রিশ লাখ টন খাদ্যশস্যের ঘাটতি রয়েছে। অন্যান্য বছর বার্ষিক ঘাটতি থাকে দশ লাখ টনের মত । তিনি মিশনকে জানান যে, দেশের কৃষি এবং শিল্প উৎপাদন জোরদার করার জন্য এক্ষণে। পেট্রোলিয়াম, লুব্রিকেশন এবং সারের অতি প্রয়ােজন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি