মার্চ ৬, ১৯৭২ সােমবার ঃ দৈনিক পূর্বদেশ
সরকারের ত্রুটি-বিচ্যুতি তুলে ধরুন ঃ চট্টগ্রাম, ৫ মার্চ (এনা)। অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ নব প্রতিষ্ঠিত রাষ্ট্র বাংলাদেশে সুষ্ঠু গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ব্যাপারে জাতীয় সংবাদপত্রসমূহকে সরকারের যদি কোন ত্রুটি-বিচ্যুতি থাকে তা দেখিয়ে দেয়ার জন্য আহ্বান জানান। জনাব তাজউদ্দিন আহমদ গতকাল এখানে এনার সাথে আলাপ প্রসঙ্গে বলেন যে, সরকার যদি কোন ভুল করে তবে সংবাদপত্রসমূহ তার সমালােচনা করুক এটাই সরকার চান। তবে তিনি বলেন, সমালােচনার খাতিরে সমালােচনা করা পরিহার করতে হবে। কারণ এতে জনগণের মনে বিশৃঙ্খলা ও দ্বন্দ্বের সৃষ্টি হয়ে থাকে। তিনি আশা প্রকাশ করেন যে, সাংবাদিকরা সঠিক তথ্য উদঘাটন করে জনগণের আশা আকাকে ঠিকভাবে প্রকাশ করবেন। জনাব আহমদ বলেন, বর্তমান সরকার জনগণের সরকার এবং যদি এ সরকার কোন ভুল করে তবে সবসময়ই জনগণের দ্বারা তাদের ভুল-ত্রুটি সংশােধন করে নেবেন। তিনি বলেন সরকারের ভুল-ত্রুটি সংবাদপত্রের মাধ্যমে জনগণের সম্মুখে ঠিকমত তুলে ধরা না হলে সরকার কি ভুল করবেন তা নাও জানতে পারেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি