You dont have javascript enabled! Please enable it! 1972.02.07 | দৈনিক ইত্তেফাক-অর্থমন্ত্রী সকাশে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রতিনিধি দল - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ৭, ১৯৭২ সােমবার ঃ দৈনিক ইত্তেফাক

অর্থমন্ত্রী সকাশে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা প্রতিনিধি দল ঃ গত শনিবার কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদের সহিত সাক্ষাৎ করিয়া শিশুদের কল্যাণের জন্য ঢাকায় একটি “শিশু মহাসদন” প্রতিষ্ঠা করা সম্পর্কে আলােচনা করেন। পাঁচ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের মধ্যে কবি বেগম সুফিয়া কামাল, শিল্পী জয়নুল আবেদীন, ড. আবদুল্লাহ আল মুতি, জনাব রােকনুজ্জামান খান (দাদা ভাই) এবং অধ্যাপক লুৎফুল হায়দার চৌধুরী ছিলেন। পাক হানাদার বাহিনী সংস্থার কেন্দ্রীয় কার্যালয় ও গ্রন্থাগার কিভাবে জ্বালাইয়া ধ্বংস করিয়া দেয়, অর্থমন্ত্রীকে তাহার একটি সংক্ষিপ্ত বিবরণ দান করা হয়। অর্থমন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ হইতে সংস্থার মহান উদ্দেশ্যে সকল প্রকার সাহায্য দানের নিশ্চয়তা প্রদান করেন। বি.এস.এস.।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি