জানুয়ারি ৩০, ১৯৭২ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ
বন্ধু দেশগুলাে বাংলাদেশকে ব্যাপক সাহায্য দানে আগ্রহী ঃ কলকাতা, ২৯ জানুয়ারি (বাসস)। বাংলাদেশের অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে জানান যে, তার দেশের অর্থনৈতিক পুনর্গঠনের জন্য বাংলাদেশ সরকার বন্ধুদেশগুলাের কাছ থেকে সাহায্য ও সহযােগিতার উৎসাহব্যঞ্জক সাড়া পেয়েছেন। বাংলাদেশ সােভিয়েট ইউনিয়নের কাছ থেকে সাহায্যের আশ্বাস পেয়েছেন কিনা জিজ্ঞাসা করা হলে অর্থমন্ত্রী বলেন, স্বাধীনতা সংগ্রামের সময় যে সব বন্ধুদেশ আমাদের সমর্থন করেছিল তারা বাংলাদেশকে পুনর্গঠিত করার ব্যাপারেও আমাদের সাহায্যের আশ্বাস দিয়েছে। জনাব তাজউদ্দিন আহমদ ঢাকা রওয়ানা হবার আগে দমদম বিমান বন্দরে সাংবাদিকদের সাথে আলােচনা করছিলেন। তিনি ভারতের প্রজাতন্ত্র দিবস উৎসবে বাংলাদেশের নয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দলের নেতা হিসাবে দিল্লী গিয়াছিলেন। সেখান থেকে ঢাকা ফেরার পথে তিনি এখানে কিছুক্ষণ অবস্থান করেন। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন যে, কোন সদস্য রাষ্ট্র প্রভুত্ব বিস্তার না করলে এবং কোনরকম শর্ত প্রদান না করলে বাংলাদেশ আন্তর্জাতিক ঋণ সরবরাহ সংস্থার কাছ থেকে সাহায্য নেবার কথা বিবেচনা করতে পারে।
অর্থমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এ বছরের মার্চ মাসে বাংলাদেশে কোনরকম দুর্ভিক্ষের আশংকা নাকচ করে দেন। তিনি বলেন যে, জনগণের কল্যাণের জন্য বাংলাদেশ সরকার সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন, আমাদের সার্বক্ষণিক প্রচেষ্টা হচ্ছে এই যে, আমাদের যা আছে তাতে জনগণের অংশকে নিশ্চিত করা। কোন লােকই অনশনে মারা যাবেন না। তদুপরি আমাদের অনেক বিদেশী বন্ধু আছেন। প্রয়ােজনে তারা আমাদের পাশে দাঁড়াবেন। বাংলাদেশকে যুক্তরাষ্ট্রের স্বীকৃতি দান সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি বলেন, রক্তপাতের মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি। তাই স্বীকৃতির প্রশ্ন নিয়ে আমাদের উদ্বেগ নেই। তবে নিক্সন সরকার যুক্তরাষ্ট্রের জনমতকে যেভাবে পদদলিত করে চলেছেন তাতে সে দেশে গণতন্ত্রের ভবিষ্যত কি তাই হল ভাববার বিষয়।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি