জানুয়ারি ১০, ১৯৭১ সােমবার ও দৈনিক পূর্বদেশ
আজ ছুটি ঘােষণা : ঢাকা, ৯ ডিসেম্বর (বাসস)। জাতির পিতা বঙ্গবন্ধুর মাতৃভূমিতে শুভ পদার্পন উপলক্ষে আগামীকাল (সােমবার) সাধারণ ছুটির দিন। ঘােষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই ঘােষণা দেন। বঙ্গবন্ধুর প্রতি আতিথেয়তার জন্য বৃটেনকে ধন্যবাদ ঃ ঢাকা, ৯ জানুয়ারি (বাসস) প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এক সাংবাদিক সম্মেলনে বক্তৃতা প্রসঙ্গে বঙ্গবন্ধুর প্রতি বৃটেন যে আতিথেয়তা এবং সৌজন্য প্রদর্শন করেছেন তার জন্য প্রধানমন্ত্রী হীথ ও বৃটিশ সরকারকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানান। জনাব তাজউদ্দিন গত দীর্ঘ নয় মাস ধরে বর্বর ইয়াহিয়ার কারাগারে বঙ্গবন্ধুর বন্দিত্বকে একটা স্টপ ওয়াচের সাথে তুলনা করেন। এক প্রশ্নের উত্তরে জনাব তাজউদ্দিন বলেন যে, গত ২৫ মার্চে গ্রেফতারের পর থেকে বঙ্গবন্ধু একটা স্টপ ওয়াচের মতই তার সকল কর্মক্ষমতা থেকে বঞ্চিত ছিলেন। গত নয় মাস ধরে বাংলাদেশে কি ঘটছে তার পুরাে বিবরণ তাকে না জানালে তার পক্ষে সবকিছু সম্যক উপলব্ধি করা সম্ভব হবে না। জনাব তাজউদ্দিন বলেন যে, ঘটনাবলীর পুরাে বিবরণ জানলে একটা সবল ওয়াচের মতই বঙ্গবন্ধু পুনরায় তার সকল কর্মক্ষমতা অর্জন করবেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি