২৬ অক্টোবর ১৯৭১ঃ ৬ দলের মধ্যে আসন ভাগাভাগি
মতভেদ ও দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে অবশেষে আসন্ন উপ নির্বাচনের ৭৮ টি আসনে সম্মিলিত প্রার্থী দাঁড় করাবার ব্যাপারে ৬ দল পুনরায় সম্মত হয়েছে বলে জানা যায়। পিডিপি, জামাত, কাউন্সিল লীগ, কাইয়ুম লীগ, কনভেনশন লীগ, নেজামে ইসলাম এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার জন্যে বৈঠকে একত্রিত হয়। ৫ দলের ঐক্যমত্য হইলেও কনভেনশন লীগ ঐক্য প্রক্রিয়ায় যুক্ত হইতে চাইতেছিল না। পরে জাতীয় পরিষদে তাদের আসন বৃদ্ধি করে আপোষ রফা করা হয়। আসন ভাগাভাগির ব্যাপারে নেতারা পিডিপি প্রাদেশিক সভাপতি নুরুল আমীনকে দায়িত্ব প্রদান করলে তিনি এ ভাগাভাগি করেন। ভাগাভাগিতে আসন বণ্টন নিম্নরূপ পিডিপি ২০ জামাত ১৮ কাউন্সিল মুসলিম লীগ ১১ কনভেনশন মুসলিম লীগ ১১ কাইউম মুসলিম লীগ ৯ নেজামে ইসলামী ৬। জমিয়ত এ আসন ভাগাভাগিতে যুক্ত হয়নি। এসকল আসন গুলোতে উল্লেখ যোগ্য প্রার্থী হলেন বগুড়া ১ আব্দুল আলীম মুসলিম লীগ, রাজশাহী ১৩ আয়েন উদ্দিন মুসলিম লীগ (কন),রংপুর ১৫ আসনে প্রাদেশিক অর্থমন্ত্রী আবুল কাশেম, পাবনা ১২ মওলানা ইসহাক নেজাম, কুষ্টিয়া ৭ কৃষিমন্ত্রী নওয়াজেশ আহমেদ, বাকেরগঞ্জ ৭ শিল্পমন্ত্রী আখতারউদ্দিন, সিলেটে জশিম উদ্দিন আহমেদ পিডিপি, কুমিল্লায় তথ্যমন্ত্রী মুজিবুর রহমান।