জানুয়ারি ৫, ১৯৭২ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক
জাতীয় পতাকা সম্পর্কে প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন। আহমদ গতকাল (মঙ্গলবার) ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে ছাত্র লীগের প্রতিষ্ঠা। বার্ষিকীতে বক্তৃতা প্রসঙ্গে বাংলাদেশের পতাকায় বাংলাদেশের মানচিত্রটি পরিবর্তন করা যায় কিনা তাহা চিন্তা করার জন্য দেশের ছাত্রসমাজের প্রতি আহ্বান জানাইয়াছেন। তিনি বলেন যে, দেশের ছাত্রসমাজই এই পতাকা নির্ধারণ করিয়াছে। পতাকায় নশা খুবই উন্নতমানের হইলেও তাহার মধ্যভাগস্থ বাংলাদেশের মানচিত্রটি খুবই কঠিন। যাহার ফলে অধিকাংশ পতাকায় নির্ভূল মানচিত্র অংকন বা চিত্র বসানাে সম্ভব হয় না। মানচিত্রে কোন অংশ বাদ পড়া যেমনি বিপদজনক ঠিক তেমনি কোন অংশ সংযােজন করাও বিপদজনক।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি