জানুয়ারি ৪, ১৯৭২ মঙ্গলবার ঃ দৈনিক বাংলা
রক্তস্নাত বাংলার মুখে হাসি ফুটে উঠুক ঃ (স্টাফ রিপাের্টার)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনাশর্তে মুক্তিদানের সিদ্ধান্তের খবরে গতকাল সােমবার রাত এগারটা পঞ্চাশ মিনিটে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ বাংলাদেশ টেলিভিশনে এক ভাষণ দেন। এই ভাষণে তিনি বলেন যে, দেশের দশ লক্ষাধিক মানুষের আত্মাহুতির মাঝ দিয়ে আমরা হানাদার পশুশক্তির হাত থেকে পদ্মা, মেঘনা, যমুনা বিধৌত বাংলাদেশকে স্বাধীন করে ঢাকার বুকে সােনালী রক্তবলয় খচিত পতাকা উত্তোলন করেছি। কিন্তু আমাদের স্বাধীনতা লাভের আনন্দ অসম্পূর্ণ রয়ে গেছে। কেননা, আমাদের মহান নেতা জাতির পিতা, মুক্তির দিশারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এতদিন পর্যন্ত শত্রুর হাতে বন্দি রয়েছেন। বাংলাদেশ সরকার নানাভাবে সর্বশক্তি নিয়ােগ করে। মহান নেতার মুক্তির চেষ্টা চালিয়ে আসছে। আমরা জানতে পেরেছি, বিনাশর্তে বঙ্গবন্ধুর আশু মুক্তির ব্যবস্থা করা হচ্ছে। গণতান্ত্রিক বিশ্বের চাপে ইসলামাবাদের একনায়ক সরকার মাথা নত করতে বাধ্য হয়েছে। বাংলাদেশের আবাল-বৃদ্ধ-বনিতা বঙ্গবন্ধুর মুক্তির খবর শােনার সাথে সাথে আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। আজ শুধু একান্তভাবে প্রার্থনা করছি,আমাদের মহান নেতা আমাদের মাঝে ফিরে আসুন। রক্তস্নাত বাংলাদেশের মুখে হাসি ফুটে উঠুক। আসুন আমরা অযুথ কণ্ঠে বলি, ‘জয় শেখ মুজিব’। জয় বাংলা’।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি