জানুয়ারি ২, ১৯৭২ রবিবার ঃ দৈনিক পূর্বদেশ
গণস্বার্থ বিরােধী সকল ব্যবস্থা বাতিল ঃ ঢাকা, ১ জানুয়ারি (এপিবি)। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ রাতে বলেন যে, গত ২৫ মার্চের পর ইয়াহিয়া সরকার কর্তৃক বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে গৃহীত যে কোন ব্যবস্থা বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী বঙ্গভবনে সাংবাদিকদের সাথে ঘরােয়াভাবে আলােচনা করছিলেন। ভারত থেকে যে সমস্ত বাস্তুত্যাগী ফিরে আসছে তারা তাদের সম্পত্তি ফিরে পাচ্ছেন কিনা জিজ্ঞাসা করা হলে প্রধানমন্ত্রী বলেন, বাস্তুত্যাগীরা তাদের সম্পত্তি ইত্যাদি ফিরে পাচ্ছেন না এমন কোন রিপাের্ট সরকার পাননি। তিনি বলেন, এ ধরনের কোন রিপাের্ট যদি পাওয়া যায় তাহলে সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা হবে। ২৫ মার্চের পর বাস্তুত্যাগীদের সম্পত্তি নিলামের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন যে, গত মে মাসে গৃহীত বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এ ধরনের সম্পত্তির নিলাম বা বিক্রি বাতিল বলে ঘােষণা করা হয়।
পরিষদ সদস্যদের বৈঠক ঃ প্রধানমন্ত্রী বলেন যে, খুব শীগগির জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্যদের একটি বৈঠক অনুষ্ঠিত হবে। ১৯৭০ সালের ডিসেম্বরে বাংলাদেশের যারা নির্বাচিত হয়েছিলেন তাদের শাসনতান্ত্রিক মর্যাদা সম্পর্কিত সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জনাব আহমদ বলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রধান মন্ত্রী বলেন, এ সম্পর্কে শুধু সরকারের সিদ্ধান্তের প্রয়ােজন হবে না, সদস্যদের মতামতের প্রয়ােজন রয়েছে। কারণ তারা নির্বাচিত প্রতিনিধি হিসেবে ক্ষমতার অধিকারী। শহর পরিক্রমা ঃ প্রধানমন্ত্রী অবাঙ্গালিদের অবস্থা স্বচক্ষে দেখার জন্য আজ ঠাটারি বাজার, বনগ্রাম, ওয়ারি ও র্যাংকিন স্ট্রীট পরিদর্শন করেন। তিনি তাদের সাথে ঘরােয়াভাবে আলােচনা করেন এবং তাদের প্রয়ােজনীয়তা ও কোন অসুবিধা আছে। কিনা জানতে চান। তারা প্রধানমন্ত্রীকে জানান যে, তাদের কোন অসুবিধা নেই।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি