You dont have javascript enabled! Please enable it! 1971.12.29 | দৈনিক ইত্তেফাক-ছাত্রদের অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে বলা হইবে না - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ২৯, ১৯৭১ বুধবার ঃ দৈনিক ইত্তেফাক

ছাত্রদের অবিলম্বে অস্ত্র সমর্পণ করতে বলা হইবে না। টোকিও, ২৭ ডিসেম্বর। জাপানের বিখ্যাত “আসাহি” পত্রিকার এক খবরে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ বলিয়াছেন যে, বাংলাদেশের জনগণের সংগ্রাম এখনও শেষ হয় নাই এবং যে ছাত্র সম্প্রদায় মুক্তিবাহিনীর কাঠামাে তৈরি করিয়াছেন, তাহাদের প্রতি অবিলম্বে অস্ত্র সমর্পণের জন্যও তিনি (প্রধানমন্ত্রী) আহ্বান জানাইবেন না। পত্রিকাটি বলেন, বড় দিনে বাংলাদেশের রাজধানী ঢাকায় পত্রিকাটির সংবাদদাতার সহিত এক বিশেষ সাক্ষাৎকারে জনাব তাজউদ্দিন আহমদ এই মন্তব্য করেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী আরাে বলেন, “আমাদের নেতা শেখ মুজিবুর রহমান মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলিতেই থাকিবে।” জনাব আহমদ বলেন যে, তিনি বাংলাদেশ মুক্তিবাহিনীর নিয়মিত ও অনিয়মিত সৈনিকদের একটি জাতীয় সেনাবাহিনীতে পুনর্গঠিত করার পরিকল্পনা করিয়াছেন। তবে তিনি উল্লেখ করেন যে, স্বাধীনতার জন্য যে সমস্ত ছাত্র লড়াই করিয়াছেন, তাহারা যদি তাহাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে প্রত্যাবর্তন করেন বা নতুন বাংলাদেশ সরকারের চাকুরিতে যােগদান করেন তাহা হইলে তিনি উহাকে অভিনন্দন। জানাইবেন। প্রধানমন্ত্রী বাস্তবকে উপলব্ধি করা এবং বাংলাদেশ সরকারকে স্বীকৃতি দানের জন্য অন্যান্য দেশসমূহ, বিশেষ করিয়া জাপানসহ এশীয় দেশগুলির প্রতি আহ্বান জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি