You dont have javascript enabled! Please enable it! 1971.12.23 | দৈনিক পূর্বদেশ-বিপ্লবের গতিধারাকে কাজে লাগান - সংগ্রামের নোটবুক

ডিসেম্বর ২৩, ১৯৭১ বহস্পতিবার ঃ দৈনিক পূর্বদেশ

বিপ্লবের গতিধারাকে কাজে লাগান ঃ (স্টাফ রিপাের্টার)। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ স্বাধীনতার সংগ্রামের মত বিপ্লবের গতিধারাকে গঠনমূলক কাজের জন্য এগিয়ে নিয়ে যাবার জন্য উদাত্ত আহ্বান জানান। মুজিবনগর থেকে গতকাল বিকেলে ঢাকা আগমনের পরে বিমান বন্দরে অতি সংক্ষিপ্ত এক ভাষণে জাতির প্রতি উক্ত আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন যে, বাংলাদেশের চাষি, শ্রমিক, তাঁতী, মজুর ছাত্র-যুবকসহ সর্বশ্রেণীর মানুষ যে আশা ও আকাংখা নিয়ে স্বাধীনতা লাভের রক্তক্ষয়ী বিপ্লব শুরু করেছিল সেই আশা-আকাংখা বাস্তবে রূপায়িত হলেই আমাদের বিপ্লব সফল হবে, তার আগে নয়। প্রধানমন্ত্রী বলেন, পশ্চিম পাকিস্তান শাসকচক্র বাঙ্গালিদের টুটি চেপে ধরতে চেয়েছিল। আর বঙ্গবন্ধু এই প্রচেষ্টার বিরুদ্ধে রুখে দাঁড়াবার জন্যে জনগণকে বলেছিলেন, ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে, হাতের কাছে পাওয়া হাতিয়ার নিয়ে সংগ্রামের জন্যে তৈরি থাকতে। জনগণ বঙ্গবন্ধুকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তারা সে প্রতিশ্রুতি রেখেছেন। বেঈমানি করেন নি। প্রধানমন্ত্রী বলেন, লাখাে লাখাে শহীদের বুকের রক্তে বাংলার সবুজ মাটি লালে লাল হয়ে গেছে। সেই রক্তদানের ফলস্বরূপ পাওয়া স্বাধীনতা বাংলাদেশের সাধারণ মানুষ ভােগ-করবে। প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ তেজোদীপ্ত কণ্ঠে ঘােষণা করেন যে, দুনিয়ার কোন শক্তি লাখাে শহীদের রক্তে রাঙ্গা স্বাধীনতা নস্যাৎ করতে পারবে না।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি