ডিসেম্বর ২২, ১৯৭১ বুধবার ঃ দৈনিক পূর্বদেশ
অস্থায়ী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আজ ঢাকা আসছেনঃ দেশবাসীর সংগ্রামী অভিনন্দন এবং প্রাণঢালা অভ্যর্থনার মাঝে আজ দুপুর বারটার দিকে গণ-প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা রাজধানী ঢাকায় এসে পৌছাচ্ছেন। মুজিনগর থেকে তাদের এখানে এসে পৌছার সংগে সংগেই স্বাধীনতাউত্তর বাংলাদেশের সূচনা হবে এক নতুন অধ্যায়ের। বিজয়ীর বেশে মুক্ত বাংলাদেশে ফিরে তেজগাঁও বিমান বন্দরে উৎফুল্ল ছাত্র-জনতা ও সাংবাদিকদের সাথে। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন। বরং বিপ্লবকে গঠনমূলক কাজে সামনে আগাইয়া নিয়া যাইতে হইবে। তিনি বলেন যে, সাম্যবাদী অর্থনীতি, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষ সমাজ কায়েম করা যখন সম্ভব হইবে, তখনই বিপ্লব সম্পূর্ণ হইবে। তিনি বলেন যে, বিপ্লবের গতিধারা আগাইয়া নিয়া যাইতে হইবে। জনাব তাজউদ্দিন আহমদ দ্ব্যর্থহীন কণ্ঠে ঘােষণা করেন, শােষণমুক্ত সমাজ ব্যবস্থা। কায়েমে কাউকে বাধা সৃষ্টি করিতে দেওয়া হইবে না।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি