১৮ ডিসেম্বর ১৯৭১, শনিবার ঃ দৈনিক পূর্বদেশ
আমাদের বিজয় গণতন্ত্রের বিজয় ও ঢাকা, ১৭ ডিসেম্বর। বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ আজ এক বিবৃতিতে বলেন যে, আমাদের স্বাধীনতা আন্দোলনের বিজয় আসলে সমগ্র বিশ্বের শান্তি, ন্যায়-বিচার ও গণতন্ত্রেরই বিজয়। স্বাধীন বাংলা বেতার থেকে আজ প্রধানমন্ত্রীর বিবৃতিটি প্রচার করা হয়। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, অনেক ধ্বংস এবং ত্যাগের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। এখন এই ধ্বংসের উপরে পুনর্গঠন করার কাজে আত্মনিয়ােগ করতে হবে। প্রধানমন্ত্রী আমাদের সাফল্যে সাহায্য করার জন্য ভারতের প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী এবং সােভিয়েট নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জাতির পিতা শেখ মুজিবুর রহমানকে মুক্তি দেবার দাবি জানান। পুনর্গঠনের সগ্রামে প্রস্তুত থাকুনঃ স্টাফ রিপাের্টার বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদ গতকাল শুক্রবার সকালে সমগ্র জাতিকে নতুন এক সগ্রামের জন্যে প্রস্তুত হবার আহ্বান জানিয়েছেন। জনাব তাজউদ্দিন বলেন, জাতির এই নবতর সংগ্রাম হচ্ছে বাংলাদেশ ও দেশের মানুষকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবার জন্যে যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের সংগ্রাম।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি