You dont have javascript enabled! Please enable it! 1971.03.13 | শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত জনাব ভুট্টোর তারবার্তাটি পরীক্ষাধীন থাকার খবর সম্পূর্ণ ভিত্তিহীন - তাজউদ্দীন আহমদ - সংগ্রামের নোটবুক

মার্চ ১৩, ১৯৭১ শনিবার | দৈনিক ইত্তেফাক

মিথ্যা

স্টাফ রিপাের্টার। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আওয়ামী লীগ প্রধান শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত জনাব ভুট্টোর তারবার্তাটি পরীক্ষাধীন থাকার খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলিয়া আখ্যায়িত করেন। গতকাল (শুক্রবার) এক বিবৃতিতে তিনি পাঞ্জাব আওয়ামী লীগের নেতা জনাব খুরশীদ কর্তৃক শেখ সাহেবের জন্য প্রেসিডেন্টের একটি চিঠি বহন করিয়া আনার সংবাদের সত্যতাও অস্বীকার করেন। রেডিও মারফত এই দুইটি অসত্য সংবাদ প্রচারে তিনি দুঃখ প্রকাশ করেন। জনাব তাজউদ্দিনের বিবৃতির পূর্ণ বিবরণ নীচে দেওয়া হইল ঃ “ইহা দুঃখজনক যে, রেডিওঁ মারফত দুইটি অসত্য সংবাদ প্রচারিত হইয়াছে। জনাব খুরশীদ শেখ মুজিবের জন্য প্রেসিডেন্ট ইয়াহিয়ার একটি চিঠি বহন করিয়া লইয়া আসিয়াছেন, একথা সত্য নয়। জনাব খুরশীদ আসলে কোন চিঠি লইয়া আসেন নাই। তদুপরি শেখ মুজিবুর রহমানের নিকট প্রেরিত জনাব ভুট্টোর চিঠিটা পরীক্ষাধীন রহিয়াছে, এই মর্মে আওয়ামী লীগ সূত্রে আভাস দেওয়া হইয়াছে বলিয়া যে সংবাদ প্রচারিত হইয়াছে, উহা সম্পূর্ণ ভিত্তিহীন।”

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি