You dont have javascript enabled! Please enable it! 1971.02.13 | দৈনিক ইত্তেফাক-ক্ষমতা হস্তান্তরে বিঘ্ন সৃষ্টির যে কোন চক্রান্ত ব্যর্থ করা হইবে - সংগ্রামের নোটবুক

ফেব্রুয়ারি ১৩, ১৯৭১ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

ক্ষমতা হস্তান্তরে বিঘ্ন সৃষ্টির যে কোন চক্রান্ত ব্যর্থ করা হইবে ঃ গত সােমবার শ্রীপুর ছাত্র লীগের উদ্যোগে স্থানীয় হাইস্কুল ময়দানে এক গণ-সংবর্ধনা সভার আয়ােজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্বপাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ। জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, ত্যাগ ও নিষ্ঠার মহান আদর্শে মহীয়ান পবিত্র ঈদউল-আজহার মূল চিন্তাধারাকে আমাদের গ্রহণ করিতে হইবে। লােভ ও মােহের উর্ধ্বে থাকিয়া আমাদের ত্যাগের আদর্শে দীক্ষিত হইতে হইবে। ঈদের পরদিন অনুষ্ঠিত এই বিশাল গণ-সমাবেশে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, দেশ আজ এক চরম ক্রান্তিলগ্নে উপনীত হইয়াছে। একদিকে জুলুমবাজ ও কায়েমী স্বার্থবাদী মহল তাহাদের মসনদ হারাইবার ভয়ে উৎকণ্ঠিত হইয়া উঠিয়াছে। অন্যদিকে বাংলার মানুষ তাহাদের রায় ঘােষণা করিয়া শােষণহীন সমাজ প্রতিষ্ঠাকল্পে তাহারা ৬ ও ১১-দফার সপক্ষে তাহাদের অভিমত ব্যক্ত করিয়াছে। জনাব আহমদ বলেন, উক্ত রায় নস্যাৎ করিবার অথবা এই গণ-রায়ের বাস্তবায়নে বিঘ্ন সৃষ্টি করিবার যে কোন প্রকার ষড়যন্ত্রকে এইবার চরম আঘাত হানিয়া ব্যর্থ করিয়া দেওয়া হইবে।

তিনি ১৯৫৪ সালে কেন্দ্রীয় সরকারের ৯২(ক) ধারা জারির কথা উল্লেখ করিয়া বলেন, আজ বাংলার মানুষ একমাত্র শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু একটিমাত্র দলকেই ভােট দিয়াছে। আর সে দল বাংলার সচেতন জনসমষ্টির দ্বারা গঠিত। এইবার জনস্বার্থের পরিপন্থী কোন ষড়যন্ত্র বাংলার বুকে শিকড় গাড়িতে পারিবে না। কারণ দীর্ঘদিনের একটানা সংগ্রাম ও ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আওয়ামী লীগ একটি সুশৃংখল ও সুসংগঠতি দল রূপে। গড়িয়া উঠিয়াছে। আর এই দলের প্রতিটি সদস্য দেশমাতৃকার সেবায় নিয়ােজিত। জনসমুদ্রকে উদ্দেশ্য করিয়া জনাব তাজউদ্দিন বলেন, আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে যে প্রতিশ্রুতি দিয়াছে, ক্ষমতায় যাওয়ার পর নিশ্চয়ই তাহা রক্ষা করিবে। তুমুল করতালির মধ্যে তিনি ঘােষণা করেন, ইনশাল্লাহ আওয়ামী লীগ ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ, কেন্দ্রীয় চাকুরিতে জনসংখ্যার ভিত্তিতে প্রতিনিধিত্ব, গরীব জনসাধারণের উপর হইতে অন্যায় কর মওকুফ ও আবাদযােগ্য খাস জমি ভূমিহীন কৃষকদের মধ্যে বন্টনের ব্যবস্থা করিবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি