You dont have javascript enabled! Please enable it! 1970.11.21 | দৈনিক ইত্তেফাক-সমগ্র উপকূলীয় অঞ্চলে উঁচু বেড়ি বাঁধ ও বন সৃষ্টির ব্যবস্থা করিতে হইবে - সংগ্রামের নোটবুক

নভেম্বর ২১, ১৯৭০ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

সমগ্র উপকূলীয় অঞ্চলে উঁচু বেড়ি বাঁধ ও বন সৃষ্টির ব্যবস্থা করিতে হইবে । জিনারদী (ঢাকা), ১৮ নভেম্বর। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আজ এখানে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে পূর্ব-পাকিস্তানের উপকূলীয় অঞ্চলসমূহকে পর্যায়ক্রমে প্রাকৃতিক দুর্যোগ হইতে রক্ষার জন্য সমগ্র উপকূলীয় অঞ্চলে উঁচু বেড়ি বাঁধ ও বন সৃষ্টির আহ্বান। জানান। বক্তৃতা প্রসঙ্গে তিনি বলেন যে, উপকূলীয় অঞ্চলে তথা সমগ্র পূর্বপাকিস্তানের জনসাধারণকে প্রাকৃতিক দুর্যোগের কবল হইতে রক্ষার জন্য বিগত ২৩ বছরে প্রকৃতপক্ষে কোন ব্যবস্থাই গৃহীত হয় নাই। জনাব তাজউদ্দিন আহমদ লক্ষ লক্ষ দুর্গত মানুষের সেবায় পাকিস্তান সরকার যে স্বল্প সাহায্য মঞ্জুর করিয়াছেন, উহাতে দুঃখ প্রকাশ করিয়া বলেন যে, পাকিস্তান সরকার যে সাহায্য দিয়াছেন, উহার চাইতে অনেক বেশি সাহায্য একমাত্র একটি বিদেশী রাষ্ট্রপ্রধান করিয়াছেন। তিনি বিদেশ হইতে আগত সাহায্য দ্রব্য অবিলম্বে উদ্ৰত অঞ্চলে প্রেরণের ব্যাপারে সরকারী ষড়যন্ত্রের চরম গাফিলতির কঠোর নিন্দা করেন। পরিস্থিতির ভয়াবহতা সম্পর্কে সরকারী প্রশাসন যন্ত্রের রিলিফ তদারকের ফটোর সমালােচনার করিয়া জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, পাকিস্তান সরকার কোন সাহায্য চাহিবার পূর্বেই বিদেশী সরকারসমূহ সাহায্য সম্ভার লইয়া আগাইয়া আসিয়াছে। তিনি প্রাপ্ত সাহায্য যথাযথভাবে দুর্গত এলাকায় প্রদানের ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানান।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি