You dont have javascript enabled! Please enable it! 1970.11.14 | দৈনিক ইত্তেফাক-৬-দফা ও ১১-দফার পক্ষে নৌকা মার্কায় ভােট দানের আহ্বান - সংগ্রামের নোটবুক

নভেম্বর ১৪, ১৯৭০ শনিবার ঃ দৈনিক ইত্তেফাক

৬-দফা ও ১১-দফার পক্ষে নৌকা মার্কায় ভােট দানের আহ্বান ঃ গত ৮ নভেম্বর ঢাকার অদূরে বারিরচালা ইউনিয়ন কাউন্সিল অফিস প্রাঙ্গণে বেলা ৩টায় এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ প্রধান অতিথির আসন গ্রহণ করেন। প্রধান অতিথির ভাষণে জনাব তাজউদ্দিন আহমদ আসন্ন নির্বাচনে বাংলার মুক্তি সনদ ৬-দফা ও ১১-দফার পক্ষে আওয়ামী লীগ মনােনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভােট দিয়া জনগণের দাবি আদায়ের সংগ্রামকে আগাইয়া নিয়া যাওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দীর্ঘদিনের বৈষম্যের অবসান ঘটানাের উদ্দেশ্যে বাংলার নেতা শেখ মুজিবুর রহমান ৬-দফা প্রস্তাব পেশ করিয়াছিলেন। সে ৬-দফা আদায়ের জন্য বাঙ্গালি বুকের রক্ত দিয়াছে। এ রক্তের প্রতিশােধ আমরা অবশ্যই গ্রহণ করিব। কারাগারের অভিজ্ঞতা বর্ণনা করিয়া তিনি। বলেন, বাংলার মানুষের মুক্তির জন্যই আওয়ামী লীগ নেতা এবং কর্মীগণ বছর বছর জেল-জুলুম, সহ্য করিয়াছে। নির্বাচন বানচালের প্রচেষ্টায় লিপ্ত পশ্চিমা শাসকগােষ্ঠীকে কঠোর ভাষায় হুশিয়ার করিয়া আওয়ামী লীগ সম্পাদক বলেন, এবারের নির্বাচন যদি বানচাল হয় তবে বাংলার মুক্তিকামী মানুষ তাদের মুক্তির পথ বাছিয়া নিবে। বাংলার প্রতিক্রিয়াশীল নেতাদের সমালােচনা করিয়া তিনি বলেন, যে সব পােষাকি নেতা পশ্চিমা শাসক গােষ্ঠীর দালালি করিয়া বাংলার স্বার্থকে বিকাইয়া দিয়াছে তাহাদেরকে আমরা আর ক্ষমা করিব না। তিনি বলেন, আমরা তাহাদের ঘৃণ্য কাজের প্রতিশোেধ গ্রহণ করি নাই বলিয়াই আজও তাহারা ষড়যন্ত্র করিয়া চলিয়াছে।

ডুমদিয়া

পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গত ৬ নভেম্বর ঢাকা জেলার কাপাসিয়া থানার ডুমদিয়া ফ্রি প্রাইমারি স্কুল প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়ােজিত এক বিরাট জনসভায় বক্তৃতা প্রসঙ্গে বাংলাদেশের অতীত ঐতিহ্যের ইতিহাস বর্ণনা করিয়া বলেন যে, যে বাংলাতে সােনার ফসল ফলিত, গােয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গােলা ভরা ধান ছিল, আজ তা পশ্চিমা শাসনের ফলে শশ্মানে পরিণত হইয়াছে। জনাব তাজউদ্দিন বলেন, বাংলার সেই আলাে, বাতাস, মাটি আজো আছে কিন্তু বাংলার সে সম্পদ আজ নাই। বাংলার সম্পদ আইয়ুব সরকারের আমলে গড়িয়া ওঠা মিল মালিক ও চা বাগানের মালিকের ঘরে জমা হইয়াছে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি