You dont have javascript enabled! Please enable it! 1970.10.24 | দৈনিক ইত্তেফাক-যুক্তরাষ্ট্র হইতে ৬০ লক্ষ টাকার ঘাস আমদানি করিতে অর্থের অভাব হয় না, অভাব হয় বাংলার বন্যায় - সংগ্রামের নোটবুক

অক্টোবর ২৪, ১৯৭০ রবিবার ঃ দৈনিক ইত্তেফাক

যুক্তরাষ্ট্র হইতে ৬০ লক্ষ টাকার ঘাস আমদানি করিতে অর্থের অভাব হয় না, অভাব হয় বাংলার বন্যায় ঃ নরুন (ঢাকা), ২০ অক্টোবর। বাংলাদেশ আজ ২২ পরিবারের বাজারে পরিণত হইয়াছে। দেশের শতকরা ৮০ ভাগ সম্পদের মালিক। তারা। গত ২৩ বৎসরের শাসন-শােষণে বাংলার মানুষ জীবনের সর্বস্তরে পরাজয় বরণ করিয়াছে। তাই আমরা বলি, বাঙ্গালি জাগাে’। কারণ আমাদের ঘুমের সুযােগে কায়েমী স্বার্থবাদীরা বাংলার সম্পদ দস্যুর মত লুণ্ঠন করিয়া নিয়াছে। আমাদের দিবার মত আর কিছুই নাই। গত ২১ বৎসর দাবি আদায় করিতে গিয়া বাঙ্গালিরা শাহাদৎ বরণ করিয়াছে। আর শহীদ নয়, এবার আমাদের গাজী হইতে হইবে। আমরা আর পরাজিত হইতে চাই না, আমরা জয়লাভ করিতে চাই; তাই আমরা বলি ‘জয় বাংলা’। ঢাকা জেলার কালিগঞ্জ-কাপাসিয়া জাতীয় পরিষদ আসনে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ নরুন বাজারে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় ভাষণ দানকালে উপরােক্ত মন্তব্য করেন। জনাব তাজউদ্দিন আহমদ আরও বলেন যে, যাহারা কায়েমী স্বার্থ ও ২২ পরিবারের দালালি করে তাহারা বাংলার জয় চায় না, তাই ‘জয় বাংলা’ ধ্বনি শুনিলে তাহারা আতকাইয়া উঠে। কারণ বাঙ্গালির জয় সূচিত হইলে তাহাদের দালালির এজেন্সি বাতিল হইবার সম্ভাবনা আছে।

তিনি বলেন যে, আসন্ন ৭ ডিসেম্বরের নির্বাচন বাংলার কৃষক, শ্রমিক, ছাত্র ও মধ্যবিত্তরা আওয়ামী লীগের নৌকা মার্কায় ভােট দিয়া সেই দালালদের নির্মূল করিয়া দিবে। তিনি আরও বলেন যে, পশ্চিম পাকিস্তানে পর পর তিনটি রাজধানী নির্মাণ করিবার টাকার অভাব হয় না, ইসলামাবাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য মার্কিন যুক্তরাষ্ট হইতে ৬০ লক্ষ টাকার দুর্বা ঘাস আমদানি করিতে টাকার অভাব হয় না—টাকার অভাব হয় শুধু বাংলার সর্বগ্রাসী বন্যা সমস্যা সমাধানের ক্ষেত্রে। তিনি বলেন যে, বন্যায় প্রতি বৎসর দুইশত কোটি টাকার পরিমাণ ফসল, গবাদি পশু, বনসম্পদ, ঘরবাড়ি প্রভৃতি নষ্ট হয়। গত ১৭ বৎসরে ৩৪ শত কোটি টাকার সম্পদ নষ্ট হইয়াছে বাংলার সর্বনাশা বন্যায়। তিনি বলেন যে, আওয়ামী লীগ বন্যা সমস্যা আশু সমাধান চায় এবং আংশিক টাকা নয় পুরা টাকা একসঙ্গে বরাদ্দ করিতে হইবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি