You dont have javascript enabled! Please enable it! 1970.10.15 | দৈনিক ইত্তেফাক-২৩ বৎসরের শাসন ও শােষণে বাংলার মানুষ ২য় শ্রেণীর নাগরিকে পরিণত হইয়াছে - সংগ্রামের নোটবুক

অক্টোবর ১৫, ১৯৭০ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

২৩ বৎসরের শাসন ও শােষণে বাংলার মানুষ ২য় শ্রেণীর নাগরিকে পরিণত হইয়াছেঃ ৮ অক্টোবর (ঢাকা)। আজ বিকেলে বারিষাব ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় বেলতলী হাইস্কুল প্রাঙ্গণে এক বিরাট জনসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির আসন গ্রহণ করেন পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং কাপাসিয়া-কালীগঞ্জ জাতীয় পরিষদ আসনে আওয়ামী লীগ মনােনীত প্রার্থী জনাব তাজউদ্দিন আহমদ। প্রধান অতিথি জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, গত ২৩ বৎসরের শাসন ও শােষণে বাংলার মানুষ ২য় শ্রেণীর নাগরিকে পরিণত হইয়াছে। বাংলার মুক্তি সনদ ৬-দফাভিত্তিক স্বায়ত্তশাসন কায়েম হইলে বাঙ্গালি প্রথম শ্রেণীর নাগরিকের মর্যাদালাভ করিবে। তিনি জনসংখ্যার ভিত্তিতে শতকরা ৫৬টি চাকুরি বাঙ্গালিদের চিরস্থায়ী বন্দোবস্ত হিসাবে নির্দিষ্ট করিয়া রাখিবার আহ্বান জানান । জনাব তাজউদ্দিন আহমদ ইসলাম পছন্দদলগুলির ২৩ বৎসর পর হঠাৎ ইসলাম পছন্দের নামে বাংলার অধিকার আদায়ের সংগ্রামকে নস্যাৎ করিবার গােপন আঁতাতের কঠোর সমালােচনা করেন। তিনি বলেন যে, বাংলার মানুষ কখনও ভাড়াটিয়া ফতােয়াবাজাদের ফতােয়ায় কর্ণপাত করেন নাই, এইবারের নির্বাচনেও করিবেন না। কারণ, এই ফতােয়াবাজরা পাকিস্তান আন্দোলনে, ভাষা আন্দোলনে, যুক্ত নির্বাচনে, পশ্চিম পাকিস্তানের এক ইউনিট ভাঙ্গার আন্দোলনের বিরুদ্ধে ফতােয়া দিয়াছিলবাংলার মানুষ ঐ সব ফতােয়া বাতিল করিয়া নিজস্ব মতে দাবি আদায় করিয়াছে। আসন্ন নির্বাচনেও বাংলার মেহনতী মানুষ ৬-দফার পক্ষে রায় দিয়া বাঙ্গালির বাঁচা মরার দাবি আদায় করিবে। জনাব তাজউদ্দিন বলেন যে, আওয়ামী লীগ ক্ষমতায় আসিলে গরীব চাষি ভাইদের ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা | মওকুফ করিয়া দিবে এবং বিজ্ঞানসম্মত উপায়ে বাংলার সর্বনাশা বন্যা সমস্যার

চিরস্থায়ী সমাধান করিবে। তিনি আরও বলেন যে, বাংলার চাষির হাতে যখন পাট থাকে তখন ব্যবসায়ীরা চক্রান্ত করিয়া পাটের মূল্য কমাইয়া রাখে অথচ চাষি ভাইদের হাতছাড়া হইবার সঙ্গে সঙ্গে পাটের মূল্য বৃদ্ধি পায়। পাট ব্যবসা জাতীয়করণের মাধ্যমে আওয়ামী লীগ এই নিয়মের অবসান করিবে।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি

error: <b>Alert:</b> Due to Copyright Issues the Content is protected !!