অক্টোবর ৬, ১৯৭০ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ঃ বক্তারপুর, ঢাকা, ৫ অক্টোবর। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ জনসাধারণের অধিকার অর্জনের জন্য সকলের প্রতি আওয়ামী লীগের পতাকাতলে সমবেত হওয়ার আহ্বান জানান। আজ এখানে এক জনসভায় বক্তৃতাকালে তিনি বলেন যে, আওয়ামী লীগ ৬-দফা কর্মসূচির মাধ্যমে জনসাধারণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়ােজিত। তিনি বলেন, নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হইলে তাহারা পূর্ব-পাকিস্তানের খাদ্য, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান সমস্যা সমাধানের জন্য সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করিবে। বন্যা সমস্যার উল্লেখ করিয়া তিনি বলেন, ইহার জন্য আমাদের জরুরী ব্যবস্থা গ্রহণ করা দরকার। তাহার দল ক্ষমতা লাভ করিলে যথাযথভাবে এই সমস্যার সমাধানের জন্য তাহারা ব্ৰতী হইবে। ইহা ছাড়া পাট শিল্প জাতীয়করণ এবং মূলধন পাচারও বন্ধ করা হইবে। শুধু মুখে ইসলামের নাম করিয়া যাহারা নির্বাচনী প্রচার চালাইতেছে, জনাব তাজউদ্দিন তাহাদের সমালােচনা করেন। তিনি বলেন, ইহাদের কর্মসূচি নিতান্তই অবাস্তব।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি