আগস্ট ৩১, ১৯৭০ মঙ্গলবার : দৈনিক ইত্তেফাক
নির্বাচনে প্রশাসনযন্ত্রের নিরপেক্ষতার নিশ্চয়তা বিধানের দাবি ঃ সালনা বাজার (ঢাকা), ৩০ আগস্ট। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ সরকারী প্রশাসন যন্ত্রের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত এক শ্রেণীর কর্মচারিদের রাজনীতিতে অংশগ্রহণের পরিণতি সম্পর্কে কঠোর সতর্কবাণী উচ্চারণ করিয়াছেন। যে সকল সরকারী কর্মচারি কোন বিশেষ রাজনৈতিক দলের পক্ষে প্রত্যক্ষ বা পরােক্ষভাবে প্রচারণা চালাইতেছেন কিংবা পত্র-পত্রিকায় ঐ দলের সমর্থনে নিজের মতামত স্বনামে প্রবন্ধাকারে প্রকাশ করিয়া জনমত প্রভাবতি। করার প্রয়াস পাইতেছেন, নির্বাচনে সরকারী প্রশাসনযন্ত্রের নিরপেক্ষতা সম্পর্কে দেশবাসীর মনে নিশ্চয়তা বিধানের উদ্দেশ্যে সেই সকল কর্মচারির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অবলম্বন করার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ আজ বিকালে জয়দেবপুর থানার সালনা বাজারে আয়ােজিত এক বিরাট জনসভায় ভাষণ দিতেছিলেন। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহার ভাষণে পূর্ব-পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র বিভাগের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত জনৈক সি.এস.পি, অফিসার জামায়াতে ইসলামীর সমর্থনে তাহার রাজনৈতিক মতামত ব্যক্ত করিয়া সম্প্রতি উক্ত দলের দৈনিক মুখপত্রে প্রবন্ধ লিখিয়াছেন বলিয়া উল্লেখ করেন। তিনি এইসব প্রবন্ধের প্রতি প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এবং প্রাদেশিক গভর্ণর ভাইস এডমিরাল এস, এম, আহসানের দৃষ্টি আকর্ষণ করিয়া বলেন, এই ব্যাপারে অবিলম্বে উপযুক্ত ব্যবস্থা অবলম্বন করিয়া সরকারের প্রমাণ করা উচিত যে, নির্বাচনে সরকারী প্রশাসনযন্ত্র সম্পূর্ণ নিরপেক্ষ থাকিবে।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি