জুলাই ৯, ১৯৭০ বৃহস্পতিবার : দৈনিক ইত্তেফাক
১১-দফা রিকুইজিশন ন্যাপের কর্মসূচিতে নাই : গত রবিবার কাপাসিয়া থানার অন্তর্গত পারুলিয়া হাইস্কুল ময়দানে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় বক্তৃতাকালে প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, আজ মস্কোপন্থী ন্যাপ ১১-দফার ভিত্তিতে ঐক্য গড়ার নাম দিয়া বড় বড় কথা বলিতেছেন, কিন্তু তাহারা তাহাদের কাউন্সিল সভায় দলীয় কর্মসূচিতে ১১-দফা অন্তর্ভূক্ত করিতে পারেন নাই। কারণ পশ্চিম-পাকিস্তানী নেতৃবৃন্দ ইহার বিরােধিতা করিয়াছেন। বর্তমান রাজনৈতিক অবস্থা আলােচনাকালে জনাব তাজউদ্দিন আহমদ বলেন যে, দেশে একশ্রেণীর কায়েমী স্বার্থবাদী নেতা রহিয়াছেন, যাহারা চিরকাল জনসাধারণের সাথে বিশ্বাসঘাতকতা করিয়া নিজেদের স্বার্থসিদ্ধি করিয়াছেন। তাহারা পুনরায় পুরানাে ছল-চাতুরীর আশ্রয় লইয়াছেন। আইয়ুব খানের নিকট যে সব তথাকথিত নেতা আত্মসমর্পণ করিয়া ঘরে বসিয়াছিলেন, তাহারা পুনরায় মাঠে নামিয়াছেন। এই প্রসঙ্গে তিনি বলেন, গত কাল দশকের শত নির্যাতন, নিপীড়ন সহ্য করিয়াও মরহুম নেতা হােসেন শহীদ সােহরাওয়াদী এবং শেখ মুজিবুর রহমান দাবির প্রশ্নে আপােস করেন নাই। এই কারণে তাহাদের উপর নামিয়া আসিয়াছিল। জেল, জুলুম, অন্যায়-অত্যাচার।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি