ফেব্রুয়ারি ৭, ১৯৭০ শনিবার : দৈনিক ইত্তেফাক
আওয়ামী লীগ দেশে শোষণহীন সমাজব্যবস্থা কায়েম করিতে বদ্ধপরিকর। ঈশ্বরগঞ্জের জনসভায় বক্তৃতা প্রদানকালে জনাব তাজউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ শােষণহীন সমাজব্যবস্থা কায়েম করার জন্যই সংগ্রাম চালাইয়া। যাইতেছে। পবিত্র ইসলামের নামে যাহারা জনগণকে ধােকা দেওয়ার প্রয়াস পাইতেছে, তাহাদের কঠোর সমালােচনা করিয়া তিনি বলেন, ৬-দফা কায়েমী স্বার্থবাদীদের রাজত্বে ভাঙ্গন ধরাইয়াছে বলিয়াই আজ উহারা বেসামাল হইয়া উঠিয়াছে। তিনি বলেন, ইসলাম শােষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করার নির্দেশ দিয়াছে। তিনি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত কুচক্রীদের সম্পর্কে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি