জানুয়ারি ২০, ১৯৭০ মঙ্গলবার ঃ দৈনিক ইত্তেফাক
বাংলার স্বার্থবিরােধী তথাকথিত ইসলাম দরদীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান ঃ
বিশেষ প্রতিনিধি। চরসিন্দুর, ১৮ জানুয়ারি। পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ একশ্রেণীর তথাকথিত ইসলাম দরদীদের বাংলার স্বার্থবিরােধী প্রচারণা সম্পর্কে সতর্ক থাকার জন্য জনসাধারণের প্রতি আহবান জানাইয়াছেন। আওয়ামী লীগ নেতা জনাব তাজউদ্দিন আহমদ আজ (রবিবার) বিকালে স্থানীয় আওয়ামী লীগ কর্তৃক চরসিন্দুর বাজারে আয়ােজিত এক বিরাট জনসভায় ৬-দফা ব্যাখ্যা করিয়া ভাষণ দিতেছিলেন। জনাব তাজউদ্দিন আহমদ তাহার ভাষণে বলেন যে, বাংলার স্বার্থের কথা উঠিলেই এই কায়েমী স্বার্থবাদীরা ইসলাম গেল, পাকিস্তান গেল’ প্রভৃতি জিগির তুলিয়া থাকে, অথচ বাংলার মানুষ যখন বন্যায় ভাসিয়া যায়, ভিটামাটি হারাইয়া বাংলার ভুখা-নাঙ্গা মানুষ যখন পথে পথে ঘুড়িয়া বেড়ায়, তখন উহার বিরুদ্ধে ইহারা কোন প্রতিবাদ করে না।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি