You dont have javascript enabled! Please enable it! 1971.10.25 | কামালপুর সহ বিভিন্ন স্থানে গোলাবর্ষণ - সংগ্রামের নোটবুক

২৫ অক্টোবর ১৯৭১ঃ কামালপুর সহ বিভিন্ন স্থানে গোলাবর্ষণ

ভারতীয় বাহিনী এবং তাদের চরদের মিশ্র দুই ব্যাটেলিয়ন সৈন্য এর সম্মিলিত বাহিনী কামালপুর বিওপিতে দুবার হামলা চালায়। দুটি হামলাই পাক বাহিনী ক্ষিপ্রতার সাথে প্রতিহত করে। কামালপুরে পাক বাহিনীর পাল্টা হামলায় ভারতীয় সৈন্য সহ ৬৩ জন নিহত হয়েছে। পাকবাহিনী হামলাকারীদের দুটি মর্টার সহ প্রচুর অস্র আটক করেছে। ভারতীয় চরদের হামলায় সুনামগঞ্জের তাহিরপুর এবং বারবা ময়মনসিংহের বড়মুড়ি রংপুরের বরখাতা অমরখানা যশোরের কাকডাঙ্গা, বেনাপোল, মান্দ্রা, চুটিপুর এলাকায় গোলাবর্ষণে ৬৭ জন গ্রামবাসী নিহত হয়েছে। তাহিরপুরে ভারতীয় চররা প্রদেশের ভিতরে প্রবেশের সময় সংঘর্ষে ১৫ জন ভারতীয় চর নিহত হয়। ঢাকার খিলগাঁও এ বিদ্রোহীরা রেল লাইনের কিছু অংশ বোমা বিস্ফোরণে উড়িয়ে দেয়। কসবায় নতুন করে বিদ্রোহীরা গোলাবর্ষণ শুরু করেছে।
নোটঃ কামালপুরের বড় ৪টি যুদ্ধের এটি ২য় অথচ ১১ নং সেক্টরের অফিসার সৈনিকদের স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রের ১০ম খণ্ডে এর কোন বর্ণনাই নেই শুধু মেজর তাহের এক লাইন বলেছেন/লিখেছেন অক্টোবরের শেষের দিকে আমরা আরেকবার কামালপুরে আক্রমন করি।