You dont have javascript enabled! Please enable it! 1969.10.02 | দৈনিক ইত্তেফাক-সম্প্রীতি বজায় রাখুন - সংগ্রামের নোটবুক

অক্টোবর ২, ১৯৬৯ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক

সম্প্রীতি বজায় রাখুন ঃ স্টাফ রিপাের্টার। প্রাদেশিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ গতকাল (বুধবার) সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে বলেন যে, মানবতার প্রতি শ্রদ্ধাশীল প্রতিটি লােকই সম্প্রতি ভারতের আহমেদাবাদে সংঘটিত সাম্প্রদায়িক দাঙ্গার তীব্র নিন্দা করিতেছেন। স্বাধীনতার পর হইতে ভারতের বুকে বার বার সাম্প্রদায়িক হানাহানি সংঘটিত হওয়ায় বিশ্বের দরবারে ভারতের ভাগ্যে শুধু নিন্দা আর গ্লানিই জুটিয়াছে। মুসলিম নিধনের মাধ্যমে ভারতের চরম উস্কানি প্রদান সত্ত্বেও পাকিস্তানীরা দুইটি ঘটনা বাদে সবসময় সংযমের সঙ্গে পূর্ণ সাম্প্রদায়িক শান্তি ও সম্প্রীতি রক্ষা করিয়া আসিয়াছে। উল্লিখিত দুইটি দুর্ভাগ্যজনক ঘটনাও ঘটিয়াছিল কতিপয় অবিবেচক তথাকথিত নেতার অতি উৎসাহের দরুন। জনাব তাজউদ্দিন বলেন, মওলানা ভাসানীর মত একজন পলিতকেশ বৃদ্ধ নেতা মারাত্মক ধরনের গণ-বিক্ষোভের আহ্বান জানাইবার আগে অতীতের তিক্ত অভিজ্ঞতা সম্পর্কে সচেতন থাকিবেন জনগণ ইহাই আশা করিয়াছিল। জনাব তাজউদ্দিন পূর্ব-পাকিস্তানের জনগণের প্রতি সকল প্রকার প্ররােচনার বিরুদ্ধে সজাগ থাকিয়া সংখ্যালঘুদের মর্যাদা রক্ষার ঐতিহ্য অক্ষুন্ন রাখিবার আহ্বান জানান। উস্কানি এবং বাধা-বিপত্তি সত্ত্বেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করার জন্য তিনি দলীয় কর্মীদের প্রতি নির্দেশ প্রদান করেন।

সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি