ফেব্রুয়ারি ১৩, ১৯৬৯ বৃহস্পতিবার ঃ দৈনিক ইত্তেফাক
তাজউদ্দিনের মুক্তি লাভ ঃ স্টাফ রিপাের্টার দীর্ঘ ২ বৎসর ৯ মাস দেশরক্ষা আইনে আটক থাকার পর গতকাল (বুধবার) বিকাল ৪টায় পূর্ব-পাকিস্তান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব তাজউদ্দিন আহমদ ঢাকা সেন্ট্রাল জেল হইতে মুক্তি লাভ করেন। প্রসঙ্গতঃ উল্লেখযােগ্য যে, জনাব তাজউদ্দিনকে ১৯৬৬ সালের ৯ মে তাহার বাসভবন হইতে দেশরক্ষা আইনে গ্রেফতার করা হয়। তাহার মুক্তির সংবাদ আওয়ামী লীগ অফিসে পৌছার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ নেতা ও কর্মীবৃন্দ জনাব তাজউদ্দিনের বাসভবনে গমন করিয়া তাহাকে মাল্যভূষিত করেন। পরে সন্ধ্যায় তিনি আওয়ামী লীগ অফিসে আসেন। সেখানে তাকে বিপুলভাবে মাল্যভূষিত করা হয়। তিনি সমবেত নেতৃবৃন্দ ও কর্মীদের উদ্দেশ্যে বক্তৃতা দান করেন।
সূত্র : তাজউদ্দীন আহমদ-ইতিহাসের পাতা থেকে – সিমিন হোসেন রিমি