You dont have javascript enabled! Please enable it!

২৪ অক্টোবর ১৯৭১ঃ বিবিধ

প্রেসিডেন্ট ইয়াহিয়া জাতিসংঘ দিবস উপলক্ষে এক বাণীতে জানান, “বিশ্বের শান্তি ও নিরাপত্তা জোরদার করার সকল প্রয়াসে পাকিস্তান শামিল থাকবে। কতিপয় রাষ্ট্র জাতিসংঘের আদর্শ মেনে না চলাতেই জাতিসংঘের মর্যাদাহানি ঘটছে এবং এসব রাষ্ট্র প্রকাশ্যেই পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করছে।” জাতিসংঘে পাকিস্তান প্রতিনিধিদল দলনেতা মাহমুদ আলী ঢাকা থেকে আবারো নিউইয়র্ক রওয়ানা হয়েছেন। জুরাইনে একটি ম্যাচ ফ্যাক্টরিতে বোমা বিস্ফোরণে ৭০০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। কেউ হতাহত হয়নি। নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণে ৬ জন নিহত হয়েছে। কাউন্সিল মুসলিম লীগের ভাইস প্রেসিডেন্ট একিউএম শফিকুল ইসলাম ইয়াহিয়ার বিশেষ দুত হিসেবে নিউইয়র্কে বিভিন্ন দেশের প্রতিনিধিদের কাছে পূর্ব পাকিস্তানের পরিস্থিতি বুঝান। শ্রম, সমাজকল্যাণ ও পরিবার পরিকল্পনা মন্ত্রী এএসএম সোলায়মান টাঙ্গাইলে এক সমাবেশে ‘বিদেশী ষড়যন্ত্র’ এবং ‘বিচ্ছিন্নতাবাদীদের তৎপরতা’ সম্পর্কে সবাইকে সতর্ক করেন এবং ‘শত্রু’ মোকাবেলা করে অর্থনৈতিক পুনর্গঠনে অংশ নেয়ার আহবান জানান।