২১ অক্টোবর ১৯৭১ঃ যুদ্ধ পরিস্থিতি
ঢাকা ঃ গত ১৮ ঘণ্টায় ঢাকার খিলগাঁও, গেণ্ডারিয়া, টঙ্গীতে অনুপ্রবেশকারীরা গোলাগুলি করেছে। খিলগাঁও এর চৌধুরীপাড়ায় দুষ্কৃতিকারীরা একটি স্কুল পুড়িয়ে দিয়েছে। মৌলভীবাজারঃ মৌলভী বাজারের কমলগঞ্জ এর ধলই সীমান্তে ২০০ জন ভারতীয় দুষ্কৃতিকারী অনুপ্রবেশ করে এ সময় পাক বাহিনীর হামলায় ৪০ জন নিহত হয়। এর আগে ভারতীয় বাহিনী ফিল্ড গান ও মাঝারী কামানের গোলা বর্ষণ করে। ময়মনসিংহ কুমিল্লা রংপুর যশোরের ১৯টি গ্রামে অনুরূপ ধরনের হামলা হয় এ সকল ঘোটনায় ১৭ জন নিহত ২১ জন আহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবার দক্ষিনে মনপুর গ্রামে রাজাকাররা ৬ জন ভারতীয় দুষ্কৃতিকারীদের হত্যা করেছে। রাজাকাররা একটি মর্টার, দুটি স্টেনগান, ৫০ টি গ্রেনেড, ১০ টি রাইফেল, একটি ওয়ারলেস সেট আটক করেছে। সিলেটের জৈন্তিয়াপুরে রাজাকাররা ব্রিজ পাহারা দিতে থাকা সময়ে একদল দুষ্কৃতিকারী রাস্তায় মাইন স্থাপন করা কালে তাদের উপর আক্রমন করে। আক্রমনে ৩ দুষ্কৃতিকারী নিহত হয়।