২১ অক্টোবর ১৯৭১ঃ দৈনিক পাকিস্তানের সাথে এক সাক্ষাৎকারে জুলফিকার আলী ভুট্টো।
করাচীতে জুলফিকার আলী ভুট্টো দৈনিক পাকিস্তানের সাথে এক সাক্ষাৎকারে বলেন দেশের বর্তমান পরিস্থিতি তমসাঘন। তাকে দায়িত্ব দিলে তিনি সকল সমস্যার সমাধান করতে সক্ষম এতে সকল পক্ষকে খুশী করা সম্ভব। জনগনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তা তিনি করতে পারেন এবং বর্তমানে যে পথে ঘটনা এগুচ্ছে তাতে সঙ্কট নিরসনের সম্ভাবনা নেই। তিনি বলেন পূর্ব পাকিস্তান পরিস্থিতির জন্য দিন দিন রাষ্ট্রীয় খরচ ও বাড়ছে। জুলফিকার আলী ভুট্টো বিশ্রাম গ্রহনের জন্য বিদেশ যাবার প্রাক্কালে প্রেসিডেন্ট এর সাথে আগামীকালের সাক্ষাৎ পরিকল্পনায় ব্যাপক জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। শোনা যাচ্ছে তাকে চীনে পাঠানো হচ্ছে। তিনি কিশোরগঞ্জে তার দলের একজন প্রার্থীর একটি চিঠি পরে শুনান তিনি লিখেছেন পরিস্থিতি এতই খারাপ যে তিনি মনোনয়নপত্র দাখিল করেননি।