২০ অক্টোবর ১৯৭১ঃ ভারত যুগোস্লভিয়া যুক্ত ইস্তাহারের বিষয়ে পাকিস্তানের প্রতিবাদ
পাকিস্তান সরকারের মুখপাত্র ভারত যুগোস্লভিয়া যুক্ত ইস্তাহারের বিষয়ে প্রতিবাদ করে বলেন ইহা পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে প্রতেক্ষ হস্তক্ষেপ। ভারত পাকিস্তানকে খণ্ড বিখণ্ড করার যে নীতিতে চলছে তাতে আরেকটি বন্ধু দেশের রাষ্ট্রপ্রধানের সফর শেষে যুক্ত ইস্তাহারে সেই মনোভাব স্বীকৃত হওয়া বিস্ময়কর। যেখানে প্রায় সকল দেশই জাতিসংঘের বিতর্কে পূর্ব পাকিস্তানের বিষয় তাদের অভ্যন্তরীণ ব্যাপার বলে জানিয়েছেন সেখানে এ ধরনের যুক্ত ইস্তেহার আরও বিস্ময়কর ব্যাপার। সরকার প্রধানদের এধরনের আলোচনায় বিশ্ব এ উত্তেজনা হ্রাসের জন্য গঠনমূলক প্রস্তাব নেয়া উচিত বলে সকলে মনে করেন।
মুখপাত্র বলেন ভারতে এখন আর শরণার্থী যাচ্ছে না বরং ভারতীয়দের গোলাবর্ষণের মুখে শরণার্থীরা ফিরে আস্তে পারছে না। শরণার্থী সমস্যা একটি মানবিক সমস্যা তাই একে মানবিক দৃষ্টি কোন থেকে দেখতে হবে। তিনি বলেন ভারত জাতিসংঘের পর্যবেক্ষক নিয়োগ প্রত্যাখ্যান করেছে তারা উথান্ত এর পারস্পরিক সহযোগিতার প্রস্তাব নাকচ করেছে। ভারত যে অনুপ্রবেশকারীদের প্রশিক্ষন দিয়ে পূর্ব পাকিস্তানে পাঠাচ্ছে তা আর গোপন বিষয় নয়।