স্বাধীন বাংলাকে স্বীকৃতি
রাষ্ট্রসংঘের নিকট আশু হস্তক্ষেপের জন্য ভারতের আবেদন
আগরতলা ৩১ মার্চ ॥ গতকাল পর্যন্ত ভারত রাষ্ট্রের পাঁচটি রাজ্য বিধানসভায় স্বাধীন বাংলা সরকারকে (মুজিবর রহমান সরকারকে স্বীকৃতি প্রদানের জন্য ভারত সরকারকে অনুরােধ করিয়া সর্বসম্মত প্রস্তাব গৃহীত হইয়াছে। এই রাজ্যগুলাে হইল রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, আসাম ও ত্রিপুরা। ভারত সরকার আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রসংঘের নিকট পূর্ববঙ্গে নির্বিচারে গণহত্যার বিষয়ে অবিলম্বে হস্তক্ষেপ করিবার জন্য আবেদন পেশ করিয়াছে।
সূত্র: ত্রিপুরা
৩১ মার্চ, ১৯৭১
১০ চৈত্র, ১৩৭৭